আইসিসির মাসসেরা নারী ক্রিকেটার জর্জিয়া

স্পোর্টস ডেস্ক

মাত্র চার মাস আগে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন। এর মধ্যেই বড় স্বীকৃতি পেলেন অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার জর্জিয়া ভল। আইসিসির মার্চ মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন ২১ বছর বয়সী এই ব্যাটার।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে নজরকাড়া পারফরম্যান্স করেন ভল। তিন ম্যাচে তার রান যথাক্রমে—৩১ বলে ৫০, ২০ বলে ৩৬ ও ৫৭ বলে ৭৫। সিরিজে দাপুটে ৩-০ ব্যবধানে জয় পায় অস্ট্রেলিয়া।

এই পারফরম্যান্সের সুবাদেই ভল পেছনে ফেলেছেন দেশের সিনিয়র ক্রিকেটার অ্যানাবেল সাদারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের চেতনা প্রাসাদকে।

পুরস্কার পাওয়ার পর ভল বলেন,’এই পুরস্কার জিতে আমার প্রথম আন্তর্জাতিক গ্রীষ্মের অবিস্মরণীয় সমাপ্তি হলো। বিশ্ব চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় এবং ব্যক্তিগত পারফরম্যান্স আমাকে ভবিষ্যতের জন্য আরও আত্মবিশ্বাসী করে তুলেছে।’

নারী ক্রিকেটে এটি টানা চতুর্থবারের মতো কোনো অস্ট্রেলিয়ান খেলোয়াড়ের মাসসেরা হওয়া—যা দেশটির নারী দলের ধারাবাহিক সাফল্যেরই প্রতিফলন।

ইউএ / টিডিএস

You may also like