টানা জয়ে বিশ্বকাপের আরও নিকটে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

আইসিসি নারী বিশ্বকাপের বাছাইপর্বে টানা তৃতীয় জয়ে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

মঙ্গলবার (১৫ এপ্রিল) পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে নিগার সুলতানার নেতৃত্বাধীন দল।

প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৭৬ রান তোলে টাইগ্রেসরা—যা বাছাইপর্বে তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ওপেনার ইশমা তানজিম ও ফারজানা হক পিংকি গড়েন ৩৫ রানের উদ্বোধনী জুটি। ১৪ রান করে বিদায় নেন ইশমা।

এরপর শারমিন আক্তার ও পিংকি মিলে দলকে এগিয়ে নেন। পিংকি ৬৭ বলে নিজের ১৫তম হাফসেঞ্চুরি করেন আর শারমিন করেন ৫১ বলে ফিফটি। শারমিন ৭৯ বলে করেন ৫৭ রান। এরপর অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে পিংকির জুটি দলকে নিয়ে যায় বড় সংগ্রহের দিকে। নিগার খেলেন ৮৩ রানের ঝড়ো ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় স্কটল্যান্ড। ১১০ রানেই হারায় ৭ উইকেট। যদিও প্রিয়নাজ চ্যাটার্জি ও র‍্যাচেল স্লেটার মিলে অষ্টম উইকেটে গড়েন ১২৫ রানের জুটি তবুও ম্যাচ জিততে পারেনি স্কটিশরা। প্রিয়নাজ করেন ৬৩ বলে ৬১ রান এবং স্লেটার অপরাজিত থাকেন ৭৩ বলে ৬১ রানে।

ইউএ / টিডিএস

You may also like