মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন তিনি—বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন।
বুধবার (১৬ এপ্রিল) থেকে শুরু হচ্ছে সুপার লিগ। রবিবার শেষ হয়েছে গ্রুপ পর্বের খেলা। জাতীয় দলের ব্যস্ততা না থাকায় গ্রুপ পর্বে দেখা গেছে প্রায় সব সিনিয়র ক্রিকেটারকে। তবে ছিলেন না মুস্তাফিজ। অবশেষে এবার তার মাঠে ফেরার অপেক্ষায় মোহামেডান ভক্তরা।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শুরুতে না খেলার পেছনে শুরুতে পারিশ্রমিক সংক্রান্ত জটিলতার কথা শোনা গেলেও পরে জানা যায়। চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে কাঁধে চোট পেয়েছিলেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। যদিও ইনজুরিটি গুরুতর ছিল না। ফলে টুর্নামেন্ট শেষে কিছুদিন বিশ্রাম ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে কাটিয়েছেন তিনি।
সেই চোট এখন পুরোপুরি কাটিয়ে উঠেছেন মুস্তাফিজ। গেল কয়েকদিন তাকে নিয়মিত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করতে দেখা গেছে। ফিটনেস ফিরে পাওয়ার পর মোহামেডান স্পোর্টিং ক্লাব তার সঙ্গে যোগাযোগ করে সুপার লিগের জন্য চুক্তি করেছে।
সবকিছু ঠিক থাকলে ডিপিএলের সুপার লিগ পর্বের প্রথম ম্যাচ থেকেই মাঠে নামবেন এই বাঁ-হাতি পেসার।
ইউএ / টিডিএস