আগস্টে বাংলাদেশে আসছে ভারত দল,সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক

চলতি বছরের আগস্টে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল।

মঙ্গলবার (১৫ এপ্রিল) তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির এই সিরিজের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৩ আগস্ট ঢাকায় পৌঁছাবে ভারতীয় দল। এরপর ১৭ ও ২০ আগস্ট মিরপুরে অনুষ্ঠিত হবে প্রথম দুই ওয়ানডে। সিরিজের তৃতীয় ওয়ানডে গড়াবে ২৩ আগস্ট চট্টগ্রামে।

এরপর চট্টগ্রামেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৬ আগস্ট মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। বাকি দুই ম্যাচ হবে ঢাকায়—২৯ ও ৩১ আগস্ট। সিরিজ শেষেই ১ সেপ্টেম্বর দেশে ফিরবে ভারতীয় দল।

বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ

তারিখ                  ম্যাচ                  ভেন্যু
১৭ আগস্ট       ১ম ওয়ানডে             মিরপুর
২০ আগস্ট      ২য় ওয়ানডে             মিরপুর
২৩ আগস্ট      ৩য় ওয়ানডে            চট্টগ্রাম

বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজ

তারিখ                ম্যাচ                       ভেন্যু
২৬ আগস্ট        ১ম টি-টোয়েন্টি         চট্টগ্রাম
২৯ আগস্ট        ২য় টি-টোয়েন্টি          মিরপুর
৩১ আগস্ট        ৩য় টি-টোয়েন্টি          মিরপুর

ইউএ / টিডিএস

You may also like