পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন ৪৩ বছর বয়সী অলরাউন্ডার শোয়েব মালিক। বয়সের কাঁটা পেরিয়ে ঘরোয়া ক্রিকেটে কখনও মেন্টর, কখনও খেলোয়াড়—দুই ভূমিকাতেই দেখা যাচ্ছে তাকে। তবে মালিকের মাঠে থাকার বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না সাবেক তারকা ব্যাটার মোহাম্মদ ইউসুফ।
পাকিস্তানের সামা টিভিতে আলোচনায় সঞ্চালক ইউসুফকে প্রশ্ন করেন, ‘শোয়েব মালিক কবে ক্রিকেট খেলা ছেড়ে দেবেন?’ এমন প্রশ্নের জবাবে ইউসুফ বলেন, “শোয়েব মালিকের পিএসএল খেলার ক্ষেত্রে একটি সীমারেখা টেনে দেওয়া উচিত পিসিবির। এমনকি আমাকেও এখনও খেলতে দিলে তো আমি খেলব। কিন্তু এটা তো হতে দেওয়া উচিত নয়।”
পিসিবির এখানে হস্তক্ষেপ করা উচিত জানিয়ে ইউসুফ আরও বলেন, “আমার মনে হয় বোর্ডের ঠিক করে দেওয়া উচিত কে খেলতে পারবে, কে নয়। সবাই তো খেলতে চায়। তবে সিদ্ধান্তটি নেওয়া উচিত বোর্ডের।”
এবারের পিএসএলে দুই ম্যাচে একটিতে ব্যাট করে মালিক ১৫ বলে ১৪ রান করেন। বল হাতে দুই ওভারে দেন ৩৫ রান।
ইউএ / টিডিএস