বিসিবিতে হঠাৎ দুদকের অভিযান

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ টিকিট বিক্রিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১টার দিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি প্রতিনিধি দল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে পৌঁছায়। বিপিএলে টিকিট কালোবাজারি এবং অন্যান্য অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্ত করতেই এই দল বিসিবি অফিসে যায়।

দুই সদস্যের এই দলটি বিসিবির সিইও ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং বিপিএল সংক্রান্ত বিভিন্ন নথিপত্র সংগ্রহ করে তা বিশ্লেষণের কাজ শুরু করেছেন। তদন্তের মূল লক্ষ্য হলো—এই দুর্নীতির সঙ্গে কারা জড়িত এবং কারা এতে লাভবান হয়েছেন, তা নির্ধারণ করা।

সরকারি সংস্থা হিসেবে দুদক যে কোনো সময় যে কোনো প্রতিষ্ঠানে এমন অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চালাতে পারে—এটাই তাদের এখতিয়ার।

এ ছাড়া বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনকে ঘিরেও কিছু অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধেও আলাদা অনুসন্ধান চালাচ্ছে দুদক।

ইউএ / টিডিএস

You may also like