রিয়ালের টার্গেট আর্জেন্টিনার বিশ্বজয়ী মিডফিল্ডার

স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কা-র সঙ্গে ফুটবল ভক্তদের নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না। মাদ্রিদভিত্তিক এই সংবাদমাধ্যমটি রিয়াল মাদ্রিদসংক্রান্ত খবরের জন্য বরাবরই আলোচনায় থাকে। যদিও কখনো কখনো তাদের প্রতিবেদনের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে, তবে গুরুত্বহীন বলে উড়িয়ে দেওয়া যায় না কিছুই। এবার তাদের সূত্র ধরেই শুরু হয়েছে রিয়ালের সম্ভাব্য দলবদল ঘিরে নতুন গুঞ্জন।

লিভারপুলের রাইটব্যাক ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে নিয়ে রিয়ালের আগ্রহ নতুন কিছু নয়। যদিও সম্প্রতি ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ নতুন চুক্তিতে সই করেছেন, আর্নল্ডের সঙ্গে এখনও কোনো নবায়ন হয়নি। ফলে, তার দলবদলের গুঞ্জন ফের নতুন করে জোরালো হচ্ছে। এরই মধ্যে আরেক লিভারপুল তারকা, আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকেও নজরে রেখেছে রিয়াল মাদ্রিদ—এমন খবর ছড়িয়েছে মার্কা-র প্রতিবেদনে।

রিয়ালের দীর্ঘদিনের মাঝমাঠের স্তম্ভ ছিলেন ক্যাসেমিরো, টনি ক্রুস ও লুকা মদ্রিচ। ক্যাসেমিরো এখন ম্যানচেস্টার ইউনাইটেডে, ক্রুস অবসরের দ্বারপ্রান্তে, আর মদ্রিচ ক্যারিয়ারের শেষ অধ্যায় পার করছেন। এই প্রেক্ষাপটে চুয়ামেনি, কামাভিঙ্গা ও বেলিংহ্যামকে ঘিরেই ভবিষ্যতের মাঝমাঠ গড়ছে রিয়াল। কিন্তু মিডফিল্ডে বল কন্ট্রোল ও খেলা গঠনের জন্য ক্রুসের মতো একটি নাম খুঁজছে তারা। আর সেই জায়গায় মন ভরিয়েছে ম্যাক অ্যালিস্টার।

মার্কা দাবি করছে, চলতি মৌসুমে পয়েন্ট হারিয়ে পিছিয়ে পড়া রিয়াল এখন নিয়মিতভাবে পর্যবেক্ষণ করছে ম্যাক অ্যালিস্টারের পারফরম্যান্স। শক্তিশালী ফর্মে থাকা এই মিডফিল্ডারকে রিয়ালের স্কোয়াডের সঙ্গে মানানসই বলেই মনে করছে ক্লাব ম্যানেজমেন্ট। যদিও শুরুর দিকে রিয়াল তাকিয়ে ছিল স্প্যানিশ মিডফিল্ডার মার্টিন জুবিমেন্দির দিকে, বর্তমানে ফোকাস যাচ্ছে ম্যাক অ্যালিস্টারের দিকেই।

চলতি প্রিমিয়ার লিগ মৌসুমে লিভারপুলের হয়ে ম্যাক অ্যালিস্টারের নামের পাশে রয়েছে ৪ গোল ও ৪ অ্যাসিস্ট। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ে করেছেন ২ গোল, আর ২০২৪ কোপা আমেরিকায় পাঁচ ম্যাচে দিয়েছেন ২টি অ্যাসিস্ট। আক্রমণ কিংবা রক্ষণ—দুই ক্ষেত্রেই তার প্রভাব স্পষ্ট। ফলে, স্বাভাবিকভাবেই রিয়াল মাদ্রিদের নজরে পড়েছেন এই আর্জেন্টাইন।

তবে এই গুঞ্জনের মাঝেও লিভারপুল কিছুটা স্বস্তি পেতে পারে ম্যাক অ্যালিস্টারের বাবা কার্লোস ম্যাক অ্যালিস্টারের বক্তব্যে। আর্জেন্টিনার সাবেক এই ফুটবলার এক রেডিও সাক্ষাৎকারে জানান, “এই মুহূর্তে আমার মনে হয় না সে দলবদল করবে। সময়ই সব বলে দেবে। তবে অ্যালেক্সিস এখন যেখানে আছে, সেখানে বেশ সুখেই রয়েছে। ম্যানচেস্টারে সে রবার্টসন আর গোমেজের মতো একই ব্লকে থাকে। লিচা মার্তিনেজের বাসাও মাত্র চার ব্লক দূরে।”

সব মিলিয়ে, গুঞ্জন যেমন জোরালো, তেমনি তার বাস্তবায়ন এখনো সময়ের অপেক্ষা।

You may also like