কোন সমীকরণে বিশ্বকাপের টিকিট বাংলাদেশে?

স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে সিরিজ হারই বাংলাদেশ নারী দলকে সরাসরি বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করেছিল। সেই দলকেই আবারও সামনে পাচ্ছে বাংলাদেশ, তবে এবার পাকিস্তানে চলমান বাছাইপর্বে। তবে বড় ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে এসেছে খানিক স্বস্তির হাওয়া।

এই স্বস্তির পেছনে বড় অবদান স্বাগতিক পাকিস্তানের। স্কটল্যান্ডের কাছে অপ্রত্যাশিতভাবে হারের পর উইন্ডিজ নারীরা হেরে যায় পাকিস্তানের বিপক্ষেও। কম রানে হওয়া ম্যাচে সিদরা আমিন ও ফাতিমা সানার দুর্দান্ত পারফরম্যান্সে ৬৫ রানের বড় জয় তুলে নেয় পাকিস্তান। এই পরাজয়ে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্টের হিসাব এলোমেলো হয়ে যাওয়ায় বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াইয়ে বাংলাদেশ কিছুটা এগিয়ে গেল।

আজ স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলে বাংলাদেশের জন্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ প্রায় নিশ্চিত হয়ে যাবে। সে ক্ষেত্রে শেষ দুই ম্যাচে (পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) কেবল একটি জয় পেলেই বাংলাদেশ পেয়ে যাবে বিশ্বকাপের টিকিট।

মোট ৪টি জয় মানে ৮ পয়েন্ট। স্কটল্যান্ডের বিপক্ষে আজ জিতে গেলে তাদের আর ৮ পয়েন্ট পাওয়ার সুযোগ থাকবে না। আর উইন্ডিজের সেই সম্ভাবনা আগেই শেষ হয়ে গেছে। ফলে বাংলাদেশ ও পাকিস্তানই বিশ্বকাপে জায়গা করে নেবে।

তবে আজকের ম্যাচই হতে যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্কটল্যান্ডের বিপক্ষে যদি কোনো অঘটনে হেরে যায় বাংলাদেশ, তাহলে পরের দুই ম্যাচে জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে স্কটল্যান্ডের ফলাফলের দিকেও।

আজ বিকেল ৩টায় লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে, যা সরাসরি দেখা যাবে আইসিসির ওয়েবসাইটে।

বাংলাদেশের বিশ্বকাপ সমীকরণ:

১. স্কটল্যান্ডকে হারালে, পরের দুই ম্যাচে দরকার মাত্র এক জয়।
২. স্কটল্যান্ডের বিপক্ষে হারলে, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ—দুই ম্যাচেই জিততে হবে।

You may also like