জিম্বাবুয়ে সিরিজে মুশতাকের জায়গায় নতুন কোচ

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফির পর দীর্ঘ বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় বাংলাদেশ। আগামী ২০ এপ্রিল থেকে সিলেটের মাঠে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

রবিবার (১৩ এপ্রিল) থেকে এই সিরিজ সামনে রেখে সিলেটে টাইগারদের ক্যাম্প শুরু হয়েছে। ক্যাম্পে যোগ দিয়েছেন নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, মুশফিকুর রহিম, নাহিদ রানা, খালেদ আহমেদ এবং হাসান মাহমুদ।

এছাড়া দলের প্রধান কোচ ফিল সিমন্স এবং সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ কোচিং প্যানেলের অন্যান্য সদস্যরা ক্যাম্পে উপস্থিত রয়েছেন। তবে এই সিরিজে থাকছেন না স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।

বিসিবির ক্রিকেট অপারেশন্সের একটি সূত্র নিশ্চিত করেছে যে, জিম্বাবুয়ে সিরিজে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ থাকছেন না। তার স্থানে আসন্ন সিরিজে জাতীয় দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করবেন দেশি কোচ সোহেল ইসলাম।

মুশতাকের সঙ্গে বিসিবির চুক্তি ছিল ১৩০ দিনের এবং সেভাবেই রোটেশন সিস্টেম অনুসারে বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে।

ইউএ / টিডিএস

You may also like