কামড় দিয়েই আবার শিরোনামে সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক

মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জর্ডি আলবা ও সার্জিও বুসকেটস—সাবেক বার্সেলোনা সতীর্থরা যেন আবার একসাথে ফিরে পেয়েছেন পুরনো জুটি।

গত ১০ এপ্রিল লস এঞ্জেলেসের বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে খেলতে নামে ইন্টার মায়ামি। ম্যাচটি ৩-১ গোলে জিতেছে মায়ামি। তবে জয় ছাপিয়ে আলোচনায় চলে আসে এক অদ্ভুত ঘটনা—মাঠেই সতীর্থকে ‘কামড়ে’ দিয়েছেন সুয়ারেজ!

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ম্যাচের ৮৯তম মিনিটে জটলার মধ্যে আলবার কাঁধে হাত রাখেন সুয়ারেজ। আলবা সেই চাপ থেকে মুক্তি পেতে হাত তুলতেই, আচমকা তার আঙুলে কামড় বসান সুয়ারেজ। ধারণা করা হচ্ছে, মুহূর্তের ভুলে তিনি হয়তো ভেবেছিলেন এটা প্রতিপক্ষ খেলোয়াড়ের হাত!

ঘটনার সময় পাশে ছিলেন ফ্রান্সের সাবেক স্ট্রাইকার ও বর্তমানে লস এঞ্জেলেসের ফরোয়ার্ড অলিভিয়ের জিরু। তিনি আলবার দিক থেকে সুয়ারেজকে সরিয়ে নিতে চেষ্টা করেন।

এই ঘটনার পর নতুন করে আবারও আলোচনায় উঠে এসেছে সুয়ারেজের অতীত ‘কামড় কাণ্ড’গুলো। এটি তার ক্যারিয়ারে মাঠে চতুর্থবার কাউকে কামড়ানোর ঘটনা:

  • ২০১০: আয়াক্সে খেলার সময় কামড়ান উসমান বাক্কালকে — ৭ ম্যাচ নিষিদ্ধ

  • ২০১৩: লিভারপুলের হয়ে কামড়ান ব্রানিসলাভ ইভানোভিচকে — ১০ ম্যাচ নিষিদ্ধ

  • ২০১৪: বিশ্বকাপে কামড় দেন জর্জিও কিয়েল্লিনিকে — ৪ ম্যাচ নিষেধাজ্ঞা

এবার যদিও “শিকার” একজন সতীর্থ, তাই হয়তো নিষেধাজ্ঞা থেকে রেহাই পেয়ে যাচ্ছেন এই উরুগুইয়ান ফরোয়ার্ড। তবে ইতিহাসের পুনরাবৃত্তি দেখে ফুটবলভক্তরা আবারও পুরনো বিতর্কে ফিরে যাচ্ছেন—সুয়ারেজ কি সত্যিই ‘বদলায়নি’?

You may also like