চোটের কারণে আইপিএল শেষ হওয়ার শঙ্কা ফার্গুসনের

স্পোর্টস ডেস্ক

গুরুতর চোট পেয়েছেন লকি ফার্গুসন যা আইপিএলের বাকি অংশে পাঞ্জাব কিংসের জন্য দুশ্চিন্তা তৈরি করেছে।

শনিবার (১২ এপ্রিল) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বোলিং করার সময় চোট পান ফার্গুসন। মাত্র দুই বল করার পরই তাকে মাঠ ছাড়তে হয়। চোটের বিস্তারিত কারণ এখনও প্রকাশ পায়নি তবে মাঠ ছাড়ার সময় তাকে বাঁ পায়ের ঊরুতে ব্যথা অনুভব করতে দেখা যায়।

চলতি আইপিএলে ফার্গুসন চার ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন। তাকে লম্বা সময়ের জন্য না পাওয়ার শঙ্কা কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগের দিন জানান হোপস। তিনি জানিয়েছেন, “ফার্গুসন অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে ছিটকে গেছে। টুর্নামেন্টের শেষ দিকে তাকে ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম। আমার মনে হয়, সে গুরুতর চোট পেয়েছে।”

ফার্গুসনকে হারানো পাঞ্জাবের জন্য বড় আঘাত এবং তার জায়গায় অস্ট্রেলিয়ার পেসার জাভিয়ের বার্টলেটকে খেলানো হতে পারে। এছাড়া আফগানিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আজমাতউল্লাহ ওমারজাইও দলে রয়েছেন।

ফার্গুসন সম্প্রতি বেশ কয়েকটি চোটের মুখোমুখি হয়েছেন। আইএলটি-টোয়েন্টিতে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারেননি এবং ২০২৪ সালে পেশির চোটের কারণে আরও একটি বড় সময় হারিয়েছেন। বর্তমানে আইপিএল পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে পাঞ্জাব। পাঁচ ম্যাচে তিনটি জয় নিয়ে তারা এগিয়ে চলছে।

ইউএ / টিডিএস

You may also like