আলাভেসের বিপক্ষে ১-০ ব্যবধানে কস্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তবে এ জয় তাদের জন্য সুখবর নিয়ে আসেনি। ম্যাচের ৩৮তম মিনিটে কিলিয়ান এমবাপ্পে প্রতিপক্ষ খেলোয়াড়কে বাজে ট্যাকেল করে সরাসরি লাল কার্ড পান।
প্রথমে রেফারি তাকে হলুদ কার্ড দেখালেও ভিএআর রিভিউর পর সিদ্ধান্ত পরিবর্তন হয় এবং লাল কার্ড দেখানো হয় এমবাপ্পেকে। ম্যাচ শেষে জানানো হয় এই ঘটনাটির জন্য তিনি তিন ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন। লা লিগার শৃঙ্খলাবিধির ১৩০ নম্বর ধারা অনুযায়ী, বলের জন্য লড়াইয়ের সময় সংঘটিত সহিংসতা (যদি কোনো চোট না লাগে) এক থেকে তিন ম্যাচের নিষেধাজ্ঞার কারণ হতে পারে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানাচ্ছে, এমবাপ্পের ট্যাকলটি খুব বেশি ঝুঁকিপূর্ণ ছিল না সেজন্য তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞাই দেওয়া হতে পারে। যদিও বিষয়টি এখনও নিশ্চিত নয়। যদি তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয় তবে ২০ এপ্রিল অ্যাথলেটিক ক্লাব এবং ২৩ এপ্রিল গেতাফের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।
তবে যদি নিষেধাজ্ঞা তিন ম্যাচ বা তার বেশি হয় তাহলে ২৬ এপ্রিল বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে ফাইনালে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে। এখন পর্যন্ত আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি তাই এমবাপ্পের ভবিষ্যত নিয়ে কিছু বলা সম্ভব নয়।
ইউএ / টিডিএস