পিএসলে সেঞ্চুরির পুরস্কার হেয়ার ড্রায়ার

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন করাচি কিংস।

মুলতান সুলতানসের বিপক্ষে ২৩৪ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেটে জয় তুলে নেয় তারা। সেই ম্যাচে জেমস ভিন্স খেলেন ম্যাচজয়ী সেঞ্চুরি ইনিংস।

৭৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল করাচি। এমন কঠিন পরিস্থিতিতে ব্যাট হাতে ঝড় তোলেন ইংল্যান্ডের ওপেনার ভিন্স। তার দারুণ সেঞ্চুরিতে ভর করেই জয় তুলে নেয় দল। ইনিংস শেষে তিনি হাতে পেয়েছেন দুটি পুরস্কার—একটি ম্যাচ সেরার, অন্যটি ‘মোস্ট রিলায়েবল প্লেয়ার অব দ্য ম্যাচ’।

এই নির্ভরযোগ্য খেলোয়াড়ের পুরস্কার হিসেবে ভিন্সকে উপহার হিসেবে দেওয়া হয় একটি ডওলেন্স ব্র্যান্ডের হেয়ার ড্রায়ার। পুরস্কার গ্রহণের সময় সতীর্থদের মুখে ‘ভিন্স, ভিন্ন…’ ধ্বনি পড়ে, আর নিজেও হাসিতে ফেটে পড়েন ভিন্স।

ক্রিকেটে এর আগেও অদ্ভুত ও ভিন্নধর্মী পুরস্কার দেখা গেছে। কখনো জমির প্লট, কখনো ব্লেন্ডার, এমনকি ঘাস কাটার মেশিন বা নাগরিকত্বও উপহার হিসেবে দেওয়া হয়েছে বিভিন্ন টুর্নামেন্টে। এবার সেই তালিকায় যুক্ত হলো হেয়ার ড্রায়ার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্য এই হেয়ার ড্রায়ার উপহার দেওয়া নিয়ে মশকরা চলছে। এক্সে এক ভক্ত লিখেছেন, ‘পরেরবার একটা টিফিন বক্স দেওয়া যেতে পারে।’ একজন লিখেছেন, ‘পরবর্তী পুরস্কার কি রুটি মেকার।’ পিএসএলের সমালোচনা করে এক ভক্ত লিখেছেন, ‘আপনারা পিএসএলকে অপমান করছেন, নাকি এটাকে এগিয়ে নিচ্ছেন?’

ইউএ / টিডিএস

You may also like