রিশাদকে নিয়ে যা বললেন শাহিন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের প্রথম সুযোগেই নজর কেড়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের হয়ে প্রথম ম্যাচে না খেললেও দ্বিতীয় ম্যাচেই একাদশে জায়গা পেয়ে দারুণ বোলিং করেছেন এই তরুণ। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৪ ওভারে ৩১ রানে নিয়েছেন গুরুত্বপূর্ণ ৩ উইকেট।

প্রথমে ব্যাট করে লাহোর কালান্দার্স তোলে ২১৯ রানের বিশাল সংগ্রহ। ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে নামা রিশাদ ১ বলে ১ রান করেন। এরপর বল হাতে দেখান জাদু। কোয়েটার হয়ে ঝড় তোলা রাইলি রুশোকে ফিরিয়ে দেন তিনি, যিনি মাত্র ১৯ বলে চারটি চার ও চারটি ছক্কায় করেন ৪৪ রান। এছাড়া মোহাম্মদ আমির ও আবরার আহমদকেও ফেরান রিশাদ।

লাহোরের জয়ের নায়ক হিসেবে রিশাদকে আলাদাভাবে প্রশংসা করেছেন অধিনায়ক শাহিন আফ্রিদি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা যখন রিশাদকে একাদশে নিই তখন মিডল ওভারে উইকেট নিতে পারার বিষয়টি চিন্তা করেছিলাম। ডেভিড ভিসে এই ম্যাচে খেলতে পারেননি, রিশাদ ছিল ওই জায়গায় সেরা পছন্দ।’

ব্যাট হাতে লাহোরের বড় সংগ্রহে মূল ভূমিকা রাখেন ফখর জামান ও স্যাম বিলিংস। ফখর ৩৯ বলে ৬৭ রান করেন। মারেন সাতটি চার ও তিনটি ছক্কা। বিলিংস খেলেন মাত্র ১৯ বলে ঝড়ো ৫০ রানের ইনিংস, চারটি চার ও চারটি ছক্কার সৌজন্যে।

শেষ পর্যন্ত ১৪০ রানে গুটিয়ে যায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, লাহোর পায় ৭৯ রানের বড় জয়। আর ম্যাচে নিজের পারফরম্যান্স দিয়ে আলো ছড়ান তরুণ রিশাদ হোসেন।

ইউএ / টিডিএস

You may also like