নিউক্যাসলের কাছে হেরে বিপদ বাড়ল ম্যান ইউয়ের

স্পোর্টস ডেস্ক

সেন্ট জেমস পার্কে ঘরের মাঠে দারুণ ফুটবল উপহার দিয়ে বড় জয় তুলে নিয়েছে নিউক্যাসল ইউনাইটেড।

রবিবার (১৩ মার্চ) অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের ম্যাচে ৪-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। যদিও শুরুতে সমতায় ফেরার ইঙ্গিত দিয়েছিল সফরকারীরা। তবে দ্বিতীয়ার্ধে নিউক্যাসলের দাপটে হার মেনে নিতে হয় তাদের।

ম্যাচের ২৪তম মিনিটে আলেকসান্দার ইসাক ও সান্দ্রো তোনালির বোঝাপড়ায় এগিয়ে যায় নিউক্যাসল। এরপর ৩৭তম মিনিটে দিয়োগো দালোতের পাস থেকে গোল করে সমতা ফেরান আলেহান্দ্রো গার্নাচো। কিন্তু সেই মুহূর্তটাই ছিল ইউনাইটেডের শেষ আনন্দের উপলক্ষ।

বিরতির পর মাঠে ফিরে পুরোপুরি নিউক্যাসলের দখলে চলে যায় খেলা। ৪৬তম মিনিটে হার্ভি বার্নস গোল করে দলকে আবার এগিয়ে দেন। এরপর ৬০তম মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার মাজরাউই পিছলে পড়লে সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন বার্নস। ৭৭তম মিনিটে গোলরক্ষক আলতাই বায়িন্দিরের ভুলে বল পেয়ে যান জোয়েলিন্টন যার পাস থেকে ব্রুনো গিমারেস দলের চতুর্থ গোলটি করে বড় জয় নিশ্চিত করেন।

ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক সমস্যা যেন কাটছেই না। ইউরোপা লিগে লিওঁর বিপক্ষে ম্যাচে আন্দ্রে ওনানার দুটি ভুলে সমালোচনার মুখে পড়ায় এদিন তাকে বিশ্রাম দিয়ে আলতাই বায়িন্দিরকে মাঠে নামান কোচ হুবেন আমুরি। কিন্তু তিনিও বারবার ব্যর্থ হয়েছেন আস্থার প্রতিদান দিতে।

নিউক্যাসল এই জয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠেছে (৩১ ম্যাচে ৫৬ পয়েন্ট)। টানা পাঁচ ম্যাচে জয়ের ধারা বজায় রেখেছে এবারের লিগ কাপ চ্যাম্পিয়নরা। বিপরীতে প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড। ৩২ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তারা এখন নেমে গেছে ১৪ নম্বরে। পুরো মৌসুমে এটি তাদের ১৪তম হার।

ইউএ / টিডিএস

You may also like