সম্প্রতি নেপালে অনুষ্ঠিত হয়ে যাওয়া পাবজি মোবাইল সুপার লিগে ভালো ফলাফল করেই দেশে ফিরেছেন এ-ওয়ান ইস্পোর্টস দলের সদস্যরা। সেখানে বাংলাদেশ থেকে মোট দুটি দল অংশগ্রহণ করলেও ফাইনালে জায়গা করে নেয় শুধুমাত্র এওয়ান ইস্পোর্টস।
বাংলাদেশ ছাড়াও সেখানে অংশগ্রহণ করেছিল নেপাল, পাকিস্তান, মঙ্গোলিয়া, উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান ও রাশিয়ার দলের প্লেয়ারগুলো।
বাংলাদেশে শত প্রতিবন্ধকতা সত্ত্বেও এ দেশের ইস্পোর্টস খেলোয়াড়রা এগিয়ে যাচ্ছে। যথাযথ সহযোগিতা পেলে দেশের ছেলেরা অনেক ভালো করবে বলে আশা করেন সংশ্লিষ্টরা। কাজী আরাফাত হোসেন ২০২০ সালে A1 Esports প্রতিষ্ঠিত করেন, যা এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইস্পোর্টস দল। এই দলটি ২০২১ সালে দুবাইতে প্রথমবারের মত পাবজি মোবাইলের নিজস্ব ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেছিল।