বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। লাহোরে টস জিতে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলেছে ২৩৫ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান এসেছে লরা ডেলানির ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন রাবেয়া, তিনি নিয়েছেন ৩টি উইকেট।
খেলা শুরুতেই বাংলাদেশি বোলারদের কড়াকড়ি বোলিংয়ের মুখে পড়েন আইরিশ ওপেনাররা। বড় শট খেলার সুযোগ না পেয়ে রান নেওয়ার ঝুঁকি নেন সারা ফোবস ও গ্রেবি লুইস। সেই সুযোগে সঠিক সময়ে স্টাম্প ভেঙে দেন নাহিদা আক্তার। মাত্র ৮ বল খেলে ৪ রান করে রান আউট হন সারা, ফলে চতুর্থ ওভারেই ৬ রানের মাথায় ভেঙে যায় উদ্বোধনী জুটি।
শুরুতে ধাক্কা খেলেও লুইস ও অ্যামি হান্টার দ্বিতীয় উইকেটে গড়েন ৫০ রানের জুটি। তবে ১৪তম ওভারে জান্নাতুল ফেরদৌসের বলে ক্যাচ তুলে দেন লুইস, করেন ৪৩ বলে ২৪ রান। এরপর হান্টারের সঙ্গে যোগ দেন ওরলা পেন্ডারগেস্ট। কিন্তু বেশি দূর যেতে পারেননি হান্টার। সোবহানা মুস্তারির সরাসরি থ্রো থেকে রান আউট হন তিনি, ৩৮ বলে করেন ৩৩ রান।
৭৭ রানে তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায় আয়ারল্যান্ড। তবে এরপর চতুর্থ উইকেটে লরা ডেলানি ও পেন্ডারগেস্ট মিলে প্রতিরোধ গড়েন। দুজন মিলে যোগ করেন ৭২ রান। ৪১ রান করা পেন্ডারগেস্টকে এলবিডব্লিউ করে গুরুত্বপূর্ণ এই জুটি ভাঙেন রাবেয়া।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় আয়ারল্যান্ড। একপ্রান্ত আগলে রেখে ফিফটি পূর্ণ করেন ডেলানি, শেষ পর্যন্ত ৭৫ বলে ৬৩ রান করে আউট হন তিনি। তার বিদায়ের পর কেউই আর বড় স্কোর গড়তে পারেননি।
বাংলাদেশের বোলাররা শেষদিকে আবারো নিয়ন্ত্রিত বোলিং উপহার দেন, ফলে আয়ারল্যান্ডকে আড়াইশ রানের আগেই থামিয়ে দেওয়া সম্ভব হয়।