আইপিএলে পাঞ্জাব কিংস মানেই যেন মাঠের এক কোণে হাস্যোজ্জ্বল প্রীতি জিন্তা। বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী ও ফ্র্যাঞ্চাইজির মালিক প্রায় সব ম্যাচেই হাজির হয়ে দলকে প্রেরণা জোগান। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষেও দেখা গেছে তাকে গ্যালারিতে, দলকে চিয়ার করতে।
প্রীতির উপস্থিতি মানেই যেন গ্যালারিতে বাড়তি প্রাণচাঞ্চল্য। স্কোরবোর্ডে দল এগিয়ে থাকলে ক্যামেরা ধরা পড়ে তার উচ্ছ্বসিত চেহারা, আবার বিপদের মুহূর্তে তার উদ্বিগ্ন মুখ যেন গ্যালারির আবহটাই বদলে দেয়।
এবার শুধু উপস্থিত থাকাই নয়, ভক্তদের আরও কাছাকাছি যাওয়ার চেষ্টাও করছেন প্রীতি। মাঠে থাকা সমর্থকদের মাঝে নিজ হাতে পাঞ্জাব কিংসের জার্সি বিতরণ করছেন তিনি। আর সেই মুহূর্তের এক ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়।
ভিডিওতে দেখা যায়, গ্যালারিতে বসা ভক্তদের উদ্দেশে জার্সি ছুড়ে দিচ্ছেন প্রীতি। আর সেই জার্সি কে পাবে, তা নিয়ে কয়েকজন দর্শকের মধ্যে শুরু হয়ে যায় হালকা ধাক্কাধাক্কি। এমন অবস্থায় নিরাপত্তারক্ষী এক পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। এরপর কী ঘটেছে, তা অবশ্য জানা যায়নি।
মাঠের পারফরম্যান্সেও একদম খারাপ করছে না পাঞ্জাব কিংস। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে ৫ ম্যাচে জিতেছে ৩টিতে। যদিও সর্বশেষ ম্যাচে প্রায় আড়াইশো রান তুলেও হায়দরাবাদের কাছে হেরে যায় তারা। এর আগে ৮ এপ্রিলের ম্যাচে ১৮ রানে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিল তারা। পাঞ্জাবের পরবর্তী ম্যাচ মঙ্গলবার, প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।