টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক

রেকর্ড জয় দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। সেই জয়ের ধারা ধরে রাখার লক্ষ্য নিয়েই আজ রবিবার (১৩ এপ্রিল) নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হয়েছে ম্যাচটি।

তবে টস ভাগ্যে খুব একটা সৌভাগ্যবান হননি টাইগ্রেস অধিনায়ক নিগার। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক গ্যাবি লুইস, ফলে আগে ফিল্ডিং করতে হচ্ছে বাংলাদেশকে।

টুর্নামেন্টে আয়ারল্যান্ডের শুরুটা ছিল হতাশাজনক। প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের কাছে ৩৮ রানে হেরে যায় তারা। পাকিস্তান প্রথমে ব্যাট করে ২১৭ রানে অলআউট হলে জবাবে আইরিশরা গুটিয়ে যায় ১৭৯ রানে।

অন্যদিকে, দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশ। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়ে ওয়ানডে ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় জয়ের স্বাদ পায় লাল-সবুজের মেয়েরা।

আগামী নভেম্বরে ভারতের মাটিতে বসবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। সেখানে জায়গা করে নিতে ছয় দলের এই বাছাইপর্বে সেরা দুই দলকেই পেতে হবে মূল টিকিট। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। তাই প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের পরবর্তী তিনটি ম্যাচ যথাক্রমে ১৫ এপ্রিল স্কটল্যান্ড, ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত হবে। জয় ধরে রাখতে তাই আজকের ম্যাচেও বড় কিছু প্রত্যাশা টাইগ্রেসদের।

ইউএ / টিডিএস

You may also like