নেইমারের হাতে ফিলিস্তিনের পতাকা ভাইরাল ছবিটি ভুয়া

স্পোর্টস ডেস্ক

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যেখানে তাকে ‘ফ্রি ফিলিস্তিন’ লেখা একটি পতাকা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিটি দেখে অনেকেই ধারণা করেন ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। ফলে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আলোচনা তৈরি হয়।

তবে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘রিউমার স্ক্যানার’ জানিয়েছে, ছবিটি বাস্তব নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

নেইমারের অফিসিয়াল ইনস্টাগ্রাম, ফেসবুক কিংবা এক্স (টুইটার) অ্যাকাউন্টে এমন কোনো ছবি পোস্ট করা হয়নি। ৬ এপ্রিল থেকে ছবিটি ছড়ালেও এটি কোনো বিশ্বস্ত সংবাদমাধ্যম বা ভেরিফায়েড সূত্র থেকে প্রকাশিত হয়নি। মূলত কিছু ব্যক্তিগত অ্যাকাউন্ট ও ফেসবুক পেজ থেকেই ছবিটি ভাইরাল হয়েছে।

ছবিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের একাধিক স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে। যেমন—পতাকাটি অত্যন্ত মসৃণ এবং তাতে কোনো ভাঁজ বা প্রাকৃতিক ভাঁজের ছাপ নেই যা বাস্তব পতাকার ক্ষেত্রে অস্বাভাবিক। ‘ফ্রি ফিলিস্তিন’ লেখাটি এতটাই নিখুঁত ও সোজাসুজি বসানো যে তা কৃত্রিমভাবে বসানো বলেই মনে হয়। এছাড়া নেইমারের বৃদ্ধাঙ্গুলি পতাকার পেছনে অবস্থান করলেও, সেখানে আঙুলের স্বাভাবিক চাপের চিহ্ন অনুপস্থিত।

এছাড়াও নেইমারের মুখমণ্ডল, দাঁড়ি ও ত্বকের গঠন অতিরিক্ত নিখুঁত এবং মসৃণ যা সাধারণত এআই দ্বারা তৈরি ছবিতে দেখা যায়। পুরো ছবিতে আলো, ব্যাকগ্রাউন্ড ব্লার এবং রঙের সামঞ্জস্যতাও এমন ধরনের ছবি তৈরির কৌশলের সঙ্গে মিল রয়েছে।

ছবিটি এআই-কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘সাইটইঞ্জিন’-এ বিশ্লেষণ করা হলে দেখা যায় এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৯ শতাংশ।

ইউএ / টিডিএস

You may also like