কৃষ্ণা ছাড়াই ভুটানের পথে সানজিদারা

স্পোর্টস ডেস্ক

দলটির অভিজ্ঞ সদস্য কৃষ্ণা রাণী সরকারের ভুটান যাওয়ার কথা থাকলেও তার ক্লাব এখনো ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করতে পারেনি।

রবিবার (১৩ এপ্রিল) সকালে ভুটান নারী ফুটবল লিগে অংশ নিতে থিম্পুর উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জাতীয় দলের পাঁচ নারী ফুটবলার। এই দলে রয়েছেন সানজিদা আক্তার, রুপ্না চাকমা, মাসুরা পারভীন, মারিয়া মান্ডা ও শামসুন্নাহার সিনিয়র।

ভুটানের নারী লিগে অংশ নিতে এক সপ্তাহ আগে থিম্পু পৌঁছেছেন সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, সুমাইয়া এবং মনিকা চাকমা। এই চারজনই পারো এফসি’র হয়ে মাঠে নামবেন। অন্যদিকে ট্রান্সপোর্ট ইউনাইটেড ক্লাবের হয়ে খেলবেন ডিফেন্ডার মাসুরা পারভীন ও রূপনা চাকমা। এই দলে যোগ দেবেন ফরোয়ার্ড কৃষ্ণা রাণী সরকারও। থিম্পু সিটির হয়ে খেলবেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার জুনিয়র।

ভুটানের নারী ফুটবল লিগ শুরু হবে আগামী ২৫ এপ্রিল। বাংলাদেশের লিগের তুলনায় এটি দীর্ঘ সময় ধরে চলবে। ভুটানে থাকা এক বাংলাদেশি নারী ফুটবলারের কাছ থেকে পাওয়া ফিকশ্চার অনুযায়ী এপ্রিলের শেষ সপ্তাহ থেকে শুরু করে আগস্ট পর্যন্ত লিগ চলবে এবং মোট ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। শুধু সপ্তাহ নয় কোনো কোনো ম্যাচের মাঝে মাসব্যাপী বিরতিও থাকবে।

১৯ মে’র পর একটি ক্লাবের পরবর্তী ম্যাচ রয়েছে ১৬ জুন। এদিকে জুনের শেষ সপ্তাহে মিয়ানমারে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান কাপ বাছাই পর্ব। ফলে ভুটানে থাকা নারী ফুটবলারদের যদি কোচ পিটার বাটলার জাতীয় দলের জন্য ডেকে নেন তাহলে তাদের হাতে অনুশীলনের জন্য সপ্তাহখানেক সময়ই মিলবে। তবে ফেডারেশন যদি ক্লাবগুলোর সঙ্গে সমন্বয় করে জুনের আগেই খেলোয়াড়দের ছাড়িয়ে নিতে পারে, তাহলে তারা মাসখানেক সময় পেতে পারেন অনুশীলনের জন্য।

বাফুফের সাধারণ সম্পাদক এবং নারী উইংয়ের প্রধান বর্তমানে এএফসি কংগ্রেসে অবস্থান করছেন। তারা দেশে ফিরলে অনুশীলনে থাকা বাকি ফুটবলারদের সঙ্গেও চুক্তি হতে পারে। তবে যেসব খেলোয়াড় ইতোমধ্যে ভুটানে অবস্থান করছেন তাদের চুক্তি নিয়ে ফেডারেশনের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট বার্তা আসেনি।

ইউএ / টিডিএস

You may also like