আইপিএলে লজ্জার রেকর্ড শামির

স্পোর্টস ডেস্ক

আইপিএলের ইতিহাসে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে স্পেলের রেকর্ড গড়লেন শামি।

শনিবার (১২ এপ্রিল) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে নামা এই ডানহাতি পেসার চার ওভারে কোনো উইকেট না নিয়েই দিলেন ৭৫ রান—যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান দেওয়া বোলিং ফিগার। চলতি আসরেই ৭৬ রান দিয়ে শীর্ষে আছেন ইংল্যান্ডের জফ্রা আর্চার। ভারতের মধ্যে আগের রেকর্ড ছিল মোহিত শর্মার (৪ ওভারে ৭৩ রান) নামে।

শামি শুরুটা ভালো করেছিলেন—প্রথম তিন বলে দেন মাত্র ২ রান। তবে এরপরেই নিয়ন্ত্রণ হারান। প্রথম ওভারের শেষ তিন বলে টানা তিন চার মারেন প্রভসিমরান সিং। দ্বিতীয় ওভারে হজম করেন ৩টি ছক্কা ও একটি চার আসে ২৩ রান।

তৃতীয় ওভারে কিছুটা নিয়ন্ত্রিত বোলিং করলেও (১১ রান) শেষ ওভারে পুরোপুরি ভেঙে পড়েন। স্টয়নিস একাই ওই ওভারে তুলে নেন ২৭ রান যার শেষ চার বলেই আসে চারটি ছক্কা!

পুরো স্পেলে শামি হজম করেন ৭টি ছক্কা ও ৬টি চার। তার দুঃস্বপ্নের ওভারেই পাঞ্জাব কিংস ২০ ওভারে ৬ উইকেটে তোলে ২৪৫ রান। দলের হয়ে শ্রেয়াস আইয়ার ৩৬ বলে করেন ৮২ রান এবং স্টয়নিস ১১ বলে থাকেন অপরাজিত ৩৪ রানে।

ইউএ / টিডিএস

You may also like