ইংলিশ প্রিমিয়ার লিগের পোস্টে হামজা ও বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় ও প্রতিযোগিতাপূর্ণ লিগ হিসেবে পরিচিত ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)। বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের লা লিগা কিংবা এসি মিলান-ইন্টার মিলানদের সিরি আ-র মতো ঐতিহ্যবাহী লিগগুলো থাকলেও, জনপ্রিয়তায় প্রিমিয়ার লিগই এগিয়ে। বড় বড় ক্লাব, টানটান উত্তেজনার ম্যাচ আর প্রতিটি পজিশনে বিশ্বমানের খেলোয়াড়—সব মিলিয়ে প্রিমিয়ার লিগ হয়ে উঠেছে ফুটবলভক্তদের কাছে এক অনন্য আসর।

সেই ইংলিশ প্রিমিয়ার লিগেই এবার জায়গা করে নিয়েছে বাংলাদেশের নাম। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর নাম উঠে এসেছে প্রিমিয়ার লিগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি তালিকায়।

এই তালিকায় প্রিমিয়ার লিগে ইতিহাসের শুরু থেকে এখন পর্যন্ত অংশ নেওয়া ১২৬টি দেশের ফুটবলারদের অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি, প্রতিটি দেশের হয়ে প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড়দের নামও উল্লেখ করা হয়েছে।

সেখানে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার হিসেবে উঠে এসেছে হামজা চৌধুরীর নাম। লেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগে তিনি খেলেছেন ৫৭টি ম্যাচ। আরেক দক্ষিণ এশীয় প্রতিনিধি পাকিস্তানি ফুটবলার জেশ রাহমান, যিনি খেলেছেন ২১ ম্যাচ।

তালিকায় অন্যান্য বড় নামের মধ্যে আছেন পর্তুগালের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো, চেক প্রজাতন্ত্রের পেট্র চেক, বেলজিয়ামের কেভিন ডি ব্রুইনা, আর্জেন্টিনার পাবলো জাবালেতা এবং ব্রাজিলের উইলিয়ান।

এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে দক্ষিণ কোরিয়ার সন হিউং মিনের নামে। টটেনহামের হয়ে তিনি এখন পর্যন্ত মাঠে নেমেছেন ৩৩১ বার।

You may also like