২০৩০ সালে ফিফা বিশ্বকাপের শতবর্ষ পূর্ণ হবে এবং এই উপলক্ষে আসরটি বিশেষভাবে উদ্যাপন করার জন্য নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে আসছে ফিফা।
এরই অংশ হিসেবে উরুগুয়ের এক প্রতিনিধি আগে ৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন যা এখন কনমেবলের পক্ষ থেকেও পুনরায় আনা হয়েছে। ৬ মার্চ ফিফা কাউন্সিলের অনলাইন সভায় প্রথমবারের মতো উরুগুয়ের প্রতিনিধি এ প্রস্তাবটি তুলে ধরেন এবং তারপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। প্রাথমিকভাবে উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন প্রস্তাবটির বিরুদ্ধে অবস্থান নিলেও এবার কনমেবল এটি সমর্থন করেছে।
কনমেবলের ৮০তম সাধারণ কংগ্রেসে উদ্বোধনী ভাষণে দমিনগেজ বলেন, ‘আমরা নিশ্চিত যে শতবর্ষ উদ্যাপনটি দারুণ কিছু হতে যাচ্ছে। কারণ, ১০০ বছর শুধু একবারই উদ্যাপন করার সুযোগ পাওয়া যায়। আর এই কারণেই আমরা প্রথমবারের মতো তিনটি মহাদেশে ৬৪ দল নিয়ে শতবার্ষিকী আয়োজনের প্রস্তাব দিচ্ছি।’
২০৩০ সালের বিশ্বকাপের আয়োজক দেশ হবে ছয়টি: উরুগুয়ে, প্যারাগুয়ে, আর্জেন্টিনা, স্পেন, পর্তুগাল এবং মরোক্কো। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে উরুগুয়ে একটি ম্যাচ আয়োজন করবে। এ ছাড়া প্যারাগুয়ে ও আর্জেন্টিনাও একটি করে ম্যাচ আয়োজন করবে এবং বাকি ম্যাচগুলো হবে ইউরোপ ও আফ্রিকায়। তবে ৬৪ দল নিয়ে প্রস্তাবটি এখনও আলোচনার মধ্যে রয়েছে এবং তা নিয়ে আরও বিতর্ক হতে পারে।
ইউএ / টিডিএস