ইয়ামালের সঙ্গে এক শর্তে নাচবেন লেভা

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। ম্যাচে দুটি গোল করে মূল ভূমিকা রাখেন রবার্ট লেভানডভস্কি, অন্য দুই গোল করেন রাফিনিয়া ও লামিনে ইয়ামাল।

গোলের পর বরাবরের মতো উদযাপনে ব্যতিক্রম ছিলেন না ইয়ামালও। গোল করে নেচে উদযাপন করেন এই তরুণ ফরোয়ার্ড। তার সঙ্গে তাল মেলান ক্লাব ও জাতীয় দলের সতীর্থ অ্যালেক্সজান্দ্রে বার্লে। তবে পাশে থাকা লেভানডভস্কিকে দেখা যায়নি নাচের সেই মুহূর্তে। ম্যাচ শেষে এ নিয়ে প্রশ্ন করা হলে হাসতে হাসতে শর্ত দেন ৩৬ বছর বয়সী পোলিশ তারকা। তিনি বলেন যখন ইয়ামাল ১৮ বছরে পা দেবে তখন আমি তার সঙ্গে নাচব। এখন ও আমার অর্ধেক বয়সেরও না!

প্রায় ১৯ বছরের ছোট ইয়ামালকে নিয়ে লেভানডভস্কি বলেন, ‘কারণ তার বয়স এখনো ১৮ হয়নি। আমরা তার ১৮ বছরের অপেক্ষায় আছি। এরপর একসঙ্গে নাচব উদযাপন করবো। আমরা তাকে বলেছি- লামিনে আমাদের উচিত তোমার বয়স ১৮ হওয়া পর্যন্ত অপেক্ষা করা। এরপর কোথায় একসঙ্গে নাচব আমরা।’

বয়স ১৮ হতে আর বেশি সময় নেই লামিনে ইয়ামালের। চলতি বছরের ১৩ জুলাই পূর্ণ করবেন জীবনের ১৮তম বছর। তার আগেই সামনে বড় সুযোগ—লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রে জয়ের সম্ভাবনা জাগিয়েছে বার্সেলোনা। এরই মধ্যে জাতীয় দলের হয়ে ইউরো ও ক্লাবের হয়ে স্প্যানিশ সুপার কাপ জিতে ফেলেছেন এই বাঁ-পায়ের প্রতিভাবান উইঙ্গার।

এ মৌসুমে বার্সার আক্রমণভাগে দুর্দান্ত এক ত্রয়ী গড়ে উঠেছে—রবার্ট লেভানডভস্কি, রাফিনিয়া ও ইয়ামালকে নিয়ে। তারা তিনজন মিলেই এখন পর্যন্ত করেছেন ৮২ গোল। শিরোপা জয়ের রেসেও ভালোভাবেই আছে বার্সা। লা লিগা টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পথও প্রায় নিশ্চিত। অন্যদিকে কোপা দেল রে’র ফাইনালে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের। সব মিলিয়ে সম্ভাবনার ডানা মেলেছে কাতালান ক্লাবটি।

ইউএ / টিডিএস

You may also like