হায়দরাবাদের জন্য ভয়ংকর ১৭তম ওভার

স্পোর্টস ডেস্ক

২০২৪ সালের দুর্দান্ত ছন্দকে ২০২৫-এ ধরে রাখতে একেবারেই ব্যর্থ হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আগের আসরে যেই দল ব্যাটে-বলে প্রতিপক্ষকে চেপে ধরেছিল। এবার তাদের যেন খুঁজেই পাওয়া যাচ্ছে না। ওপেনিং জুটিতে ভরসা ছিল ট্রাভিস হেড ও অভিষেক শর্মার ওপর কিন্তু তারা পুরোপুরি হতাশ করেছেন চলতি আসরে।

নতুন করে দলে যোগ দেওয়া ইশান কিশান, মোহাম্মদ শামি কিংবা হার্শাল প্যাটেল—কারোর পারফরম্যান্সই এখন পর্যন্ত আশানুরূপ হয়নি। ৫ ম্যাচের মধ্যে ৪টিতেই হারের মুখ দেখেছে হায়দরাবাদ। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচের আগে তারা পয়েন্ট তালিকার একেবারে তলানিতে।

এই অবস্থায় নিজেদের আশা বাঁচিয়ে রাখতে হলে জয় ছাড়া কিছু ভাবার সুযোগ নেই প্যাট কামিন্সের দলের। তবে কেবল পারফরম্যান্স নয় ভাগ্যকেও এবার পাশে চাইবে হায়দরাবাদ। কারণ চলতি আসরে বারবার তাদের বিপদে ফেলেছে একটাই ওভার—১৭তম! চারটি হারের প্রতিটিতেই ম্যাচ ঘুরে গেছে এই ওভারে।

গুজরাট টাইটান্সের বিপক্ষে যেমন ব্যাটিংয়ে ১৫৩ রানের লক্ষ্য দিয়েছিল হায়দরাবাদ। তবে সেই লক্ষ্যও টপকে যায় গুজরাট ১৬.৪ ওভারেই। হায়দরাবাদের জন্য তাই ১৭তম ওভার হয়ে উঠেছে এক দুঃস্বপ্ন যেটা থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে তারা।

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষেও একই চিত্র দেখা গেছে। ইডেন গার্ডেন্সে টস জিতে আগে ব্যাট করে কলকাতা তোলে ২০ ওভারে ২০০ রান। জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ গুটিয়ে যায় মাত্র ১২০ রানে—তাও ১৬.৪ ওভারেই। পুরো ইনিংসেই ব্যাটিং লাইনআপের ভঙ্গুরতা স্পষ্ট ছিল। আর এবারের আসরে হায়দরাবাদের সবচেয়ে করুণ পারফরম্যান্সটাই দেখা গেছে ঠিক গত আসরের চ্যাম্পিয়ন কলকাতার বিপক্ষে।

উড়ন্ত ফর্মে থাকা দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হায়দরাবাদের ব্যাটিং ছিলো নিরাশাজনক। মাত্র ১৬৩ রান তুলেই থেমে যায় তাদের ইনিংস। সেই লক্ষ্যও টপকে যায় দিল্লি তাও ১৭তম ওভারের ঠিক আগের বলে ম্যাচ শেষ করে দেয় তারা।

লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে অবশ্য লড়াকু স্কোরই গড়েছিল হায়দরাবাদ। নির্ধারিত ২০ ওভারে ১৯০ রান তুলে দিয়েছিল ব্যাটিং ইউনিট। কিন্তু মিচেল মার্শের ঝড়ো ৩১ বলে ৫২ আর নিকোলাস পুরানের বিধ্বংসী ২৬ বলে ৭০ রানের ইনিংসে সব শেষ হয়ে যায়। আবারও সেই ‘অভিশপ্ত’ সময়! ম্যাচটা শেষ হয় ১৬.১ ওভারে—মানে ঠিক ১৭তম ওভারের আগেই।

এই মুহূর্তে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে থাকা হায়দরাবাদের জন্য এখন চ্যালেঞ্জ শুধু নিজেদের পারফরম্যান্সে ফেরার নয় বরং ভাগ্যের বিরুদ্ধেও লড়াই। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে জয়টা যেন বাঁচার শেষ আশার মতো। ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিশান আর হেইনরিখ ক্লাসেনদের ছন্দে ফেরা জরুরি। একই সঙ্গে ভাগ্যটাও পাশে চায় দলটি—আর ঠিক সেই কারণেই হায়দরাবাদ সমর্থকরা এবার প্রার্থনা করছেন ১৭তম ওভারে যেন না ভাঙে আবারও তাদের স্বপ্ন!

ইউএ / টিডিএস

You may also like