আইপিএলে অনন্য রেকর্ড নারাইনের দখলে

স্পোর্টস ডেস্ক

বল হাতে রেকর্ড গড়ে নিজেকে অনন্যা উচ্চতায় নিয়ে গেছেন সুনীল নারাইন।

শুক্রবার (১১ এপ্রিল) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে ৩ উইকেট তুলে নিয়ে আইপিএলে দুটি অনন্য রেকর্ড নিজের করে নিয়েছেন সুনীল নারাইন। এই ম্যাচেই তিনি ছাড়িয়ে গেছেন আফগান স্পিনার রশিদ খান ও ভারতের রবিচন্দ্রন অশ্বিনকে।

রশিদ খানের ছিল আইপিএলে সবচেয়ে বেশি বার ১৫ রানের নিচে চার ওভার বোলিং করার কীর্তি। ২০১৭ সালে আইপিএল অভিষেকের পর রশিদ এই রেকর্ড ছুঁয়েছিলেন ১২ বার। তবে নারাইন সেই রেকর্ডকে পেছনে ফেলে গড়েছেন নতুন উচ্চতা—১৩ বার ১৫ রানের কম দিয়ে বল করে এখন এই রেকর্ড একমাত্র তার দখলে।

শুধু তাই নয় বাউন্ডারি না দেওয়ার ক্ষেত্রেও এগিয়ে গেলেন নারাইন। এতদিন আইপিএলে ৪ ওভার বোলিং করে সর্বোচ্চ ১৫ বার কোনো বাউন্ডারি হজম না করার রেকর্ড ছিল অশ্বিনের। এবার সেটিও ছাড়িয়ে গেলেন নারাইন। চিপকে স্টেডিয়ামে চেন্নাইয়ের কোনো ব্যাটার তার বিরুদ্ধে বাউন্ডারি হাঁকাতে না পারায় সংখ্যাটি দাঁড়াল ১৬—যা এখন এককভাবে আইপিএলে সর্বোচ্চ।

এদিনের পারফরম্যান্সে আরেকটি বড় মাইলফলকের কাছাকাছি পৌঁছে গেছেন তিনি। টি–টোয়েন্টিতে এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড এখন নটিংহামশায়ারের সামিত প্যাটেলের যার উইকেট ২০৮টি। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০৩ উইকেট নিয়ে নারাইন আছেন দ্বিতীয় স্থানে। চলতি আসরে আর মাত্র ৬টি উইকেট পেলেই এই রেকর্ডটিও নিজের করে নেবেন ৩৬ বছর বয়সী ক্যারিবিয়ান স্পিনার।

ইউএ / টিডিএস

You may also like