ইমনের সেঞ্চুরিতে মোহামেডানের ২৬৫ রানের সংগ্রহ

স্পোর্টস ডেস্ক

মোহামেডানের ওপেনার আনিসুল ইসলাম ইমনের সেঞ্চুরি সত্ত্বেও দল ২৬৪ রানে অলআউট হয়ে যায়।

শনিবার (১২ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ইতিহাস ও রোমাঞ্চের মোড়ানো আবাহনী বনাম মোহামেডান দ্বৈরথ অনুষ্ঠিত হলো যেখানে দর্শকদের উত্তেজনা ছিল প্রবল। ম্যাচের শুরুতে রোমাঞ্চের আশা থাকলেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফল আসেনি।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে মোহামেডানের ওপেনার রনি তালুকদারকে (১৬) প্যাভিলিয়নে পাঠান নাহিদ রানা। এরপর আনিসুল ইমন এবং মাহিদুল ইসলাম অঙ্কন মিলে দলের হাল ধরেন। তারা ১২৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন কিন্তু অঙ্কন ৪৮ রান করে বিদায় নেন।

এরপর আনিসুল ব্যক্তিগত অর্ধ-শতক তুলে নিয়ে দলের স্কোরকে এগিয়ে নিয়ে যান। এক সময় মনে হচ্ছিল, আবাহনীর রান তিনশ ছাড়িয়ে যাবে, কিন্তু শেষের দিকে ব্যাটিং বিপর্যয়ের ফলে সেই সম্ভাবনা শেষ হয়ে যায়। আনিসুল সেঞ্চুরি করে ১১৪ রান করে ফিরে যান। তিনি ১১৮ বল খেলে ১৮টি চার এবং ২টি ছক্কা হাঁকান।

পরে মোহামেডানের অন্যান্য ব্যাটসম্যানরা দ্রুত আউট হয়ে যান। মুশফিকুর রহিম (২০), মাহমুদউল্লাহ রিয়াদ (১৭), তাওহীদ হৃদয় (৩), মেহেদী হাসান মিরাজ (১৮) এবং মোহাম্মদ সাইফউদ্দিন (১) কোনো বড় ইনিংস খেলতে পারেননি, ফলে ৪৮.২ ওভারে মোহামেডান অলআউট হয়ে যায়।

আবাহনীর পক্ষে সবচেয়ে বেশি ৩ উইকেট শিকার করেন নাহিদ রানা। এছাড়া ২টি করে উইকেট নেন মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান এবং মৃত্যুঞ্জয় চৌধুরি।

ইউএ / টিডিএস

You may also like