নতুন চুক্তিতে কত বাড়ল সালাহর আয়?

স্পোর্টস ডেস্ক

অনেক প্রতীক্ষার পর অবশেষে লিভারপুলের সঙ্গে নতুন চুক্তিতে সই করেছেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সম্পন্ন হয়। নতুন এই চুক্তি অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত অ্যানফিল্ডেই থাকছেন লিভারপুলের এই গোলমেশিন।

চুক্তির খবর সামনে আসতেই আলোচনায় উঠে এসেছে সালাহর বর্ধিত পারিশ্রমিক। জনপ্রিয় ক্রীড়া সাইট গোলডটকম জানিয়েছে, নতুন চুক্তির ফলে সালাহ এখন ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার।

দ্য সান-এর প্রতিবেদন অনুযায়ী, সালাহর সাপ্তাহিক পারিশ্রমিক আগের তুলনায় ৫০ হাজার পাউন্ড বেড়েছে। আগেই তিনি সপ্তাহে ৩ লাখ ৫০ হাজার পাউন্ড পারিশ্রমিক পেতেন, এখন সেটা দাঁড়িয়েছে ৪ লাখ পাউন্ড—বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৩৬ লাখ টাকা।

এই তালিকায় তার পাশে রয়েছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন, যিনি একই অঙ্কের পারিশ্রমিক পান। আর তালিকার শীর্ষে আছেন ডি ব্রুইনেরই ক্লাব সতীর্থ আর্লিং হালান্ড। তিনি প্রতি সপ্তাহে পান ৫ লাখ পাউন্ড, যা প্রায় ৭ কোটি ৯৫ লাখ টাকার সমান।

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন মোহাম্মদ সালাহ। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত করেছেন ২৭টি গোল, যা হালান্ডের চেয়ে ৬টি বেশি। শুধু গোলই নয়, অ্যাসিস্টেও সবার ওপরে তিনি। ইতোমধ্যে করেছেন ১৭টি অ্যাসিস্ট, যেখানে তার সবচেয়ে কাছাকাছি থাকা খেলোয়াড়রা—বুকায়ো সাকা, আন্তোনি রবিনসন এবং মিকেল ডামসগার্ড—প্রত্যেকে করেছেন ১০টি করে।

এই অসাধারণ পারফরম্যান্সের সুবাদে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে সালাহ অন্যতম প্রার্থী হয়ে উঠেছেন বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

You may also like