স্প্যানিশ লা লিগার ক্লাব ওসাসুনা বার্সেলোনার বিরুদ্ধে “অযোগ্য খেলোয়াড়” মাঠে নামানোর অভিযোগ তুলেছিল। তবে সেই অভিযোগ খারিজ করে দিয়েছে স্পেনের ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) শৃঙ্খলা কমিটি।
ঘটনার সূত্রপাত ২৭ মার্চ অনুষ্ঠিত এক ম্যাচ থেকে যেখানে আন্তর্জাতিক বিরতির পর বার্সেলোনা ওসাসুনার মুখোমুখি হয়। সেই ম্যাচে খেলেন বার্সার ডিফেন্ডার ইনিগো মার্তিনেস যিনি হাঁটুর চোটের কারণে জাতীয় দল স্পেনের হয়ে খেলেননি।
ফিফার নিয়ম অনুযায়ী, যদি কোনো খেলোয়াড় চোটের কারণে জাতীয় দল থেকে ছিটকে যান তাহলে আন্তর্জাতিক সূচির শেষ ম্যাচের পর পাঁচ দিন পর্যন্ত ক্লাবের হয়ে মাঠে নামা নিষিদ্ধ—যদি না সংশ্লিষ্ট ফেডারেশন থেকে বিশেষ ছাড় পাওয়া যায়। স্পেনের শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২৩ মার্চ আর মার্তিনেস খেলেন ২৭ মার্চ—যা সেই পাঁচ দিনের মধ্যে পড়ে।
এই নিয়ম ভাঙার অভিযোগ আনে ওসাসুনা যারা ওই ম্যাচে বার্সেলোনার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছিল। তবে বার্সা দাবি করে এই নিয়ম কেবল তখনই প্রযোজ্য হয় যখন ক্লাব খেলোয়াড় ছাড়তে চায় না অথবা খেলোয়াড় নিজে খেলতে না চায়। তাদের মতে, মার্তিনেস পুরোপুরি নিয়ম মেনে চোটের প্রমাণসহ জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভো জানায়, ফিফার ব্যাখ্যাও বার্সেলোনার অবস্থানকে সমর্থন করে। সেই অনুযায়ী প্রায় দুই সপ্তাহ পর শৃঙ্খলা কমিটি রায় দেয় বার্সার পক্ষেই।
তবে এখানেই থেমে নেই ওসাসুনা। এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে স্পেনের ফুটবল ফেডারেশনের আপিল কমিটির কাছে আবেদন করবে।
ইউএ / টিডিএস