নতুন চুক্তির পথে মেসি, কোথায় যাচ্ছেন?

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার পর থেকেই যেন বদলে গেছে লিগটির চেহারা। বিশ্বজুড়ে নজর এখন এমএলএসের দিকে, আর মেসির আগমনের পর লুইস সুয়ারেজসহ একাধিক ইউরোপের তারকাও যুক্ত হয়েছেন এই লিগে।

এবার আলোচনায় মেসির ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি। ২০২৩ সালের জুলাইয়ে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ফ্রি এজেন্ট হিসেবে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। সেই চুক্তির মেয়াদ শেষ হবে চলতি বছরের শেষে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, চুক্তি নবায়নের দিকেই এগোচ্ছে দুই পক্ষের আলোচনা।

নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ইন্টার মায়ামি ও মেসির মধ্যে নতুন চুক্তি নিয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে। কিছু শর্ত নিয়ে এখনো আলোচনা চলছে, তবে ক্লাবটি আশা করছে, খুব শিগগিরই সব চূড়ান্ত হবে এবং মেসি স্বাক্ষর করবেন।

ইন্টার মায়ামির মালিক জর্জ মাস এ প্রসঙ্গে বলেছেন, “চুক্তি নবায়ন একান্তভাবেই মেসির সিদ্ধান্ত। তবে আমি আশাবাদী, আগামী ৬০ থেকে ৯০ দিনের মধ্যে বিষয়টি চূড়ান্ত হবে। আমরা চাই ২০২৬ বিশ্বকাপে আমাদের নতুন স্টেডিয়ামে মেসিকে খেলতে দেখতে। সে লক্ষ্যেই কাজ করছি।”

২০২৬ সালের বিশ্বকাপ বসবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। বিশ্লেষকদের মতে, সেই বিশ্বকাপকে সামনে রেখেই মেসি এমএলএসে পা রেখেছেন। ফিট থাকলে এটিই হতে পারে তাঁর শেষ বিশ্বমঞ্চ।

ইন্টার মায়ামির হয়ে মেসি এখন পর্যন্ত ৪৮ ম্যাচে ৪২টি গোল করেছেন, সঙ্গে ২১টি অ্যাসিস্ট। সামনে আছে আরও বড় মঞ্চ—ক্লাব বিশ্বকাপ। এছাড়া কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে ভ্যানকুবার হোয়াইটক্যাপসের মুখোমুখি হবে মায়ামি।

You may also like