লাহোরের বড় হার, রিশাদ ছিলেন না একাদশে

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৫ আসরের উদ্বোধনী ম্যাচে বড় ব্যবধানে হেরেছে রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্স।

শুক্রবার (১১ এপ্রিল) রাতে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে লাহোরকে আগে ব্যাটিংয়ে পাঠায় ইসলামাবাদ। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৮ উইকেটের হার নিয়ে মাঠ ছেড়েছে তারা। ম্যাচটিতে লাহোরের একাদশে ছিলেন না লেগ স্পিনার রিশাদ। ব্যাট হাতে শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেনি লাহোর।

১৯.২ ওভারে সব উইকেট হারিয়ে সংগ্রহ দাঁড়ায় মাত্র ১৩৯ রান। দলের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন আব্দুল্লাহ শফিক, ৩৮ বলে খেলেন ঝড়ো ৬৬ রানের ইনিংস। সিকান্দার রাজা করেন ২১ বলে ২৩ রান। অন্যরা ব্যর্থতায় ম্লান ছিলেন। ইসলামাবাদের হয়ে দারুণ বোলিং করেন জেসন হোল্ডার, নেন ৪ উইকেট। শাদাব খানও নেন ৩টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারে আন্দ্রেস গোউসের উইকেট হারালেও চাপ নিতে দেননি ইসলামাবাদের ব্যাটাররা। সাহিবজাদা ফারহান ও কলিন মুনরো稳ভাবে গড়েন জুটি। পাওয়ারপ্লেতে ৩৭ রান তোলে দলটি। ফারহান ২৪ বলে করেন ২৫ রান। তার বিদায়ের পর মুনরোর সঙ্গে যোগ দেন সালমান আঘা।

এই দুই ব্যাটারের শান্ত ও কার্যকরী ইনিংসে ভর করেই সহজ জয় তুলে নেয় ইসলামাবাদ। মুনরো অপরাজিত থাকেন ৪২ বলে ৫৯ রান করে, আর সালমান করেন ৩৪ বলে ৪১ রান। ১৪ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে ইউনাইটেড। রিশাদ হোসেন না থাকায় লাহোরের বোলিং ছিল কার্যকারিতাহীন। দলের পক্ষে উইকেট পেয়েছেন শুধু আসিফ আফ্রিদি ও হারিস রউফ। দুজনেই একটি করে উইকেট শিকার করেন।

ইউএ / টিডিএস

You may also like