হামজা চৌধুরীর আগমনে দেশের ফুটবলে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। তার উপস্থিতিতে যেমন তৈরি হয়েছে নবজাগরণ তেমনি পেয়েছেন দেশের মানুষের অকুণ্ঠ ভালোবাসা। অভিষেক ম্যাচেই তিনি নিজেকে প্রমাণ করেছেন, ভারতের মাটিতে হয়েছিলেন ম্যাচসেরা।
হামজার পর এবার আরও এক প্রবাসী ফুটবলারকে নিয়ে আশাবাদী বাফুফে। অনেকদিন ধরেই কানাডিয়ান প্রবাসী ফুটবলার সামিত সোমকে জাতীয় দলে পাওয়ার বিষয়ে আলোচনা চলছিল। সামিত নিজেও আগ্রহ দেখিয়েছিলেন এবং সময় চেয়ে জানিয়েছিলেন, এপ্রিলের মাঝামাঝি সিদ্ধান্ত জানাবেন। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটেছে—সবুজ সংকেত দিয়েছেন সামিত। জানিয়েছেন, তিনি বাংলাদেশের জার্সি গায়ে চাপাতে চান এবং দ্রুতই বাফুফের সঙ্গে বিস্তারিত আলোচনা করতে চান।
বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম জানান, ‘আজ বাংলাদেশ সময় দুপুরের দিকে সামিত আমাকে ম্যাসেজ দিয়েছে সে সিদ্ধান্ত নিয়েছে এবং বিস্তারিত কথা বলতে চায়। এখন কানাডায় মধ্যরাত। বাংলাদেশ সময় রাতে তার সঙ্গে এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে।’
আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচ। সেই ম্যাচেই সামিতকে পাওয়ার আশায় আছে বাফুফে। তবে তার আগে রয়েছে কিছু আনুষ্ঠানিকতা—বাংলাদেশি পাসপোর্ট তৈরি বাবা-মায়ের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ এবং কানাডিয়ান ফুটবল ফেডারেশনের মাধ্যমে ফিফার অনুমতি পাওয়া। সব প্রক্রিয়া ঠিকঠাক এগোলে শিগগিরই জাতীয় দলে দেখা যেতে পারে সামিত সোমকে।
ইউএ / টিডিএস