দারিভাল জুনিয়রকে বরখাস্ত করার পর ব্রাজিল জাতীয় দলের জন্য নতুন কোচ খুঁজছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ইতোমধ্যে চার জন কোচের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে তারা। তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি, আল হিলালের হোর্হে জেসুস, ফেনারবাচের হোসে মরিনহো এবং পালমেইরাসের আবেল পেরেইরা।
এই চার কোচই বর্তমানে নিজ নিজ ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ। তাদের কাউকে জাতীয় দলের দায়িত্বে আনতে হলে সিবিএফকে ক্ষতিপূরণ দিয়ে সেই চুক্তি ভাঙতে হবে। সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগুয়েজ জানিয়েছেন, প্রয়োজন হলে তারা সেই ক্ষতিপূরণ দিতে প্রস্তুত।
তিনি বলেন, “জাতীয় দলের জন্য সেরা কোচই আমাদের লক্ষ্য। সেজন্য যদি আর্থিক ক্ষতিপূরণ দিতে হয়, তাহলে সেটাকে আমরা বিনিয়োগ হিসেবেই দেখছি।”
কোচ নির্বাচনের কাজটি সরাসরি তদারকি করছেন সিবিএফের নির্বাহী সমন্বয়ক রদ্রিগো কায়তানো। রদ্রিগুয়েজ জানিয়েছেন, রদ্রিগো সম্ভাব্য প্রার্থীদের নিয়ে খোঁজ-খবর নিচ্ছেন এবং প্রাথমিক তথ্য সংগ্রহের পর তারা একসঙ্গে বসে সিদ্ধান্ত নেবেন।
প্রেসিডেন্ট আরও বলেন, “এই বিষয়ে বিস্তারিত তথ্য রদ্রিগো কায়তানো দেখছেন। তার কাছেই সব আপডেট আছে। এখন পর্যন্ত একজন কোচকে নিয়ে অগ্রগতি হয়েছে, বাকি নামগুলো আলোচনায় রয়েছে। বিষয়টা নিয়ে আমরা খুব সতর্কভাবে এগোচ্ছি—কারণ কোচদের সঙ্গে কথা বলার আগে তাদের ক্লাবের অনুমতি নিতে হচ্ছে। সিদ্ধান্ত খুব দ্রুতই নেওয়া হবে।”
সিবিএফ প্রেসিডেন্টের প্রথম পছন্দ কার্লো আনচেলত্তি। তবে রিয়াল মাদ্রিদ তাকে জুলাইয়ের আগে ছাড়বে না বলেই ধারণা করা হচ্ছে। সেই কারণে হোর্হে জেসুস আপাতত এগিয়ে রয়েছেন। তবে একটি সম্ভাবনা খোলা রয়েছে—আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে হারলে আনচেলত্তির চাকরি যেতে পারে। প্রথম লেগে রিয়াল মাদ্রিদ ৩-০ ব্যবধানে হেরে গেছে, ফলে এই পরিস্থিতিকে সম্ভাব্য সুযোগ হিসেবে দেখছে সিবিএফ।