মৌসুম শেষে মোহামেদ সালাহর সঙ্গে লিভারপুলের চুক্তি শেষ হওয়ার কথা থাকলেও, গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে নিজেই জানিয়ে দিলেন—তিনি থাকছেন অ্যানফিল্ডেই। মৌসুমজুড়ে তার ভবিষ্যৎ নিয়ে নানা কথা শোনা গেলেও, এবার নিশ্চিত হলো যে, মিশরীয় তারকা লিভারপুলেই চালিয়ে যাবেন তার ক্যারিয়ার।
লিভারপুলের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় ৩২ বছর বয়সী সালাহ বলেন, “এটা আমার জন্য এক অসাধারণ মুহূর্ত। অ্যানফিল্ডে খেলছি ৮ বছর হয়ে গেছে, সম্ভবত সেটা ১০ বছর হতে চলেছে। এখানে আমি ফুটবল এবং জীবন দুটোই দারুণভাবে উপভোগ করছি।”
তার এই বক্তব্য থেকেই স্পষ্ট, ক্লাবটির সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন তিনি। অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত লিভারপুলেই থাকবেন এই বাঁ পায়ের উইঙ্গার, যিনি ২০১৭ সালে রোমা থেকে এসে অল রেডসদের হয়ে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন।
চুক্তি নবায়ন করে নিজের উচ্ছ্বাসও লুকাননি সালাহ। তিনি বলেন, “ভক্তদের বলতে চাই, এখানে থাকাটা আমার জন্য আনন্দের। শুরুতেই আমি এখানে চুক্তি করেছিলাম বিশ্বাস নিয়ে যে, আমরা অনেক ট্রফি জিততে পারব। সেই যাত্রায় আপনাদের সমর্থন আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছে ভবিষ্যতের সাফল্যের জন্য।”
লিভারপুলের জার্সিতে সালাহ ইতোমধ্যেই জিতেছেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ ও লিগ কাপ। চলতি মৌসুমেও তার দল লিগ শিরোপার দৌড়ে রয়েছে।
এই মৌসুম শেষে শুধু সালাহ নয়, ফন ডাইক ও ট্রেন্ট অ্যালেক্সজান্ডার-আর্ণল্ডের সঙ্গেও ক্লাবের চুক্তি শেষ হচ্ছিল। জানা গেছে, ফন ডাইকও লিভারপুলেই থাকছেন। তবে আরনল্ডকে নিয়ে গুঞ্জন রয়েছে যে, তিনি হয়তো ফ্রি এজেন্টে অ্যানফিল্ড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন।