পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর শুরু হচ্ছে আজ শুক্রবার রাতেই। প্রতিযোগিতা শুরুর আগে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই লিগের পুরস্কারের অর্থমূল্য প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও এখন পর্যন্ত শুধুমাত্র চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের জন্য নির্ধারিত প্রাইজমানির তথ্যই জানানো হয়েছে।
পিসিবির দেওয়া তথ্য অনুযায়ী, এবার চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি টাকারও বেশি। আর রানার্স-আপ দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২ লাখ ডলার, প্রায় আড়াই কোটি টাকার মতো। ছয় দল নিয়ে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে ম্যাচ হবে মোট ৩৪টি।
পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, “প্রাইজমানি হিসেবে ৫ লাখ ডলার জয়ের লক্ষ্যে মাঠে নামছে ছয়টি দল। রানার্স-আপ পাবে ২ লাখ ডলার।” ব্যক্তিগত অর্জন বা অন্যান্য দলের অবস্থানভিত্তিক পুরস্কারের আর্থিক বিবরণ এখনো জানানো হয়নি। তবে শুধু শীর্ষ দুই দলের পুরস্কার মিলিয়েই মোট অর্থের অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় ৮ কোটি টাকা।
পুরস্কারের পরিমাণের দিক দিয়ে এবারের পিএসএল অনেকটাই এগিয়ে থাকবে বিপিএলের চেয়ে। সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও ব্যক্তিগত পুরস্কার মিলিয়ে বরাদ্দ ছিল ৫ কোটি ৩১ লাখ টাকা। শিরোপা জেতা ফরচুন বরিশাল পেয়েছিল ২ কোটি ৫০ লাখ টাকা, আর রানার্স-আপ চিটাগাং কিংস পেয়েছিল ১ কোটি ৫০ লাখ টাকা।
অন্যদিকে, ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে আর্থিক দিক দিয়ে সবচেয়ে শীর্ষে রয়েছে আইপিএল। যদিও এবার ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) পুরস্কারের নির্দিষ্ট অঙ্ক প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে গত বছরের মতোই থাকবে সেটি। যেখানে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ২০ কোটি রুপি (প্রায় ২৭ কোটি টাকা) এবং রানার্স-আপ দল পেয়েছিল ১২.৫ কোটি রুপি (প্রায় ১৭ কোটি টাকা)।
শুধু দলীয় পুরস্কার নয়, আইপিএলে ব্যক্তিগত পারফরম্যান্সের জন্যও বরাদ্দ থাকে বিপুল অর্থ। টুর্নামেন্টসেরা, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারি, স্ট্রাইকরেট ও বাউন্ডারির ওপর ভিত্তি করে আলাদা পুরস্কার দেওয়া হয়। পুরো আসর শেষে এই খাতেই বরাদ্দ থাকে প্রায় ১.৫৫ কোটি রুপি। এছাড়া প্রতিটি ম্যাচেই ছয়টি ভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হয় পুরস্কার, যেখানে একজন ক্রিকেটার ম্যাচপ্রতি পেয়ে থাকেন প্রায় ৬ লাখ রুপি।
নারীদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও এখন টাকার ছড়াছড়ি। চলতি বছরের শুরুর দিকে অনুষ্ঠিত হয় উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) তৃতীয় আসর। এবারও শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স, যারা পেয়েছে ৬ কোটি রুপি (প্রায় সাড়ে ৮ কোটি টাকা)। রানার্স-আপ দিল্লি ক্যাপিটালস পেয়েছে ৩ কোটি রুপি (প্রায় ৪ কোটির বেশি)। অর্থাৎ, প্রাইজমানির দিক থেকে পুরুষদের পাশাপাশি নারীদের লিগও ধীরে ধীরে শক্ত অবস্থান তৈরি করছে.