বাংলাদেশের দুই আন্তর্জাতিক দাবাড়ু ফাহাদ রহমান ও মনন রেজা নীড় এবারের ব্যাংকক ওপেন দাবা টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ছিলেন। টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী রোববার, থাইল্যান্ডে। তবে এখনও ভিসা না পাওয়ায় তাদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।
দুজনেই বিমানের টিকিট কেটে রেখেছিলেন আগেই। কিন্তু শেষ কর্মদিবস বৃহস্পতিবারেও ভিসা হাতে না আসায় সেই টিকিট বাতিল করতে হয়েছে। আজ অথবা আগামীকাল ভিসা পাওয়ার সম্ভাবনাও খুবই কম বলে জানিয়েছেন তারা, ফলে টুর্নামেন্টে অংশ নেওয়ার আশা কার্যত ছেড়েই দিয়েছেন।
বর্তমানে থাইল্যান্ড বাংলাদেশিদের জন্য অনলাইন ই-ভিসা পদ্ধতি চালু করেছে, তবে সম্প্রতি এই ভিসা পেতে সময় লাগছে এক থেকে দেড় মাস। আয়োজকদের প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে গত ২৫ বা ২৬ মার্চ আবেদন করেছিলেন ফাহাদ ও নীড়। কিন্তু দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো পোর্টালে তাদের আবেদন ‘পেন্ডিং অ্যাপ্রুভাল’ দেখাচ্ছে বলে জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা।
এই টুর্নামেন্টটি মনন রেজা নীড়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। এর আগেও তিনি এখান থেকে একটি আন্তর্জাতিক মাস্টার নর্ম অর্জন করেছিলেন এবং এবার তার লক্ষ্য ছিল গ্র্যান্ডমাস্টার নর্ম। ফাহাদ রহমান, যিনি এরই মধ্যে একটি জিএম নর্ম অর্জন করেছেন, তারও লক্ষ্য ছিল একই।
নারী দাবাড়ু ওয়াদিফা ও ওয়ালিজারও এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু থাই ভিসার জটিলতার কারণে তারা আবেদনই করেননি। এখন তারা দুবাইয়ে কয়েকটি টুর্নামেন্টে অংশ নেওয়ার চেষ্টা করছেন, যদিও সেখানে সমস্যা হয়ে দাঁড়িয়েছে পৃষ্ঠপোষকতার অভাব।
ভিসা জটিলতা বাংলাদেশের ক্রীড়াবিদদের জন্য নতুন কিছু নয়। ব্যক্তি পর্যায়ের ডিসিপ্লিনগুলোতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে প্রায়ই এই সমস্যার মুখোমুখি হতে হয়। গলফার সিদ্দিকুর রহমানসহ অনেকেই অতীতে ভিসা জটিলতায় টুর্নামেন্ট মিস করেছেন। এতে শুধু আর্থিক ক্ষতি নয়, পারফরম্যান্সেও নেতিবাচক প্রভাব পড়ে।
এই সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করছেন ক্রীড়াঙ্গনের অনেকেই।