রোনালদোর নিরাপত্তায় নতুন দেহরক্ষী নিয়োগ

by Sports Desk

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও তার সঙ্গী জর্জিনা রদ্রিগেজ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক হুমকির মুখে পড়েছেন। ফলে পরিবার ও সন্তানদের নিরাপত্তা নিয়ে দারুণ চিন্তিত হয়ে পড়েছেন রোনালদো। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আল নাসরের এই সুপারস্টার নতুন দেহরক্ষী নিয়োগ দিয়েছেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা ও মালয়েশিয়ার সংবাদপত্র নিউ স্ট্রেটস টাইমস জানিয়েছে, রোনালদো তার আগের নিরাপত্তা টিমকে সরিয়ে দিয়ে পর্তুগিজ দেহরক্ষী ক্লদিও মিগুয়েল ভাজকে দায়িত্ব দিয়েছেন। আধাসামরিক প্রশিক্ষণপ্রাপ্ত ভাজ এর আগে বিভিন্ন তারকা সংগীতশিল্পী ও ক্রীড়াবিদের নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন। এমনকি তিনি রোনালদোর জাতীয় দল সতীর্থ রাফায়েল লিয়াও ও গেলসন মার্তিন্সের সঙ্গেও কাজ করেছেন।

Advertisements

নতুন এই নিরাপত্তা ব্যবস্থার মূল কারণ—সামাজিক মাধ্যমে ক্রমাগত পাওয়া হুমকি। রিয়াদে বসবাসরত রোনালদো পরিবার এখন আরও বেশি সতর্ক। এমনকি জর্জিনা সম্প্রতি সন্তানদের ছবি প্রকাশ করাও কমিয়ে দিয়েছেন।

পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে স্থানীয় পুলিশ প্রশাসনের সাথেও যোগাযোগ করা হয়েছে। রোনালদোর পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবারকে সুরক্ষিত রাখতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

You may also like