কোহলির ব্যাটে এল নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাউন্ডারির সংখ্যায় আগেই সবার ওপরে ছিলেন বিরাট কোহলি। এবার নতুন এক মাইলফলক ছুঁয়ে গড়লেন ইতিহাস। আজ (বৃহস্পতিবার) আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এক হাজার বাউন্ডারির কীর্তি গড়েছেন তিনি।

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের ১৮টি আসরেই খেলা কোহলি এখন পর্যন্ত ২৫৭ ম্যাচে হাঁকিয়েছেন ৭২১ চার ও ২৭৯ ছক্কা। সব মিলিয়ে তাঁর বাউন্ডারির সংখ্যা দাঁড়িয়েছে ঠিক এক হাজার।

চলতি আইপিএলে বেঙ্গালুরুর হয়ে নিজেদের পঞ্চম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচটি ছিল বেঙ্গালুরুর ঘরের মাঠে। যদিও ইনিংসটা বেশি বড় করতে পারেননি কোহলি। ১৪ বল খেলে ২ ছক্কা ও ১ চারে করেন ২২ রান। তবে ইনিংসের চতুর্থ ওভারে অক্ষর প্যাটেলের বলে ছক্কা হাঁকিয়ে পূর্ণ করেন নিজের ১০০০তম বাউন্ডারির মাইলফলক।

এই তালিকায় কোহলির পেছনে রয়েছেন শিখর ধাওয়ান (৯২০), ডেভিড ওয়ার্নার (৮৯৯) ও রোহিত শর্মা (৮৮৫)। তাদের বাইরে আর কোনো ব্যাটারের বাউন্ডারির সংখ্যা ৮০০-ও ছুঁতে পারেনি।

চার মারার তালিকায় অবশ্য এখনো শীর্ষে আছেন শিখর ধাওয়ান, যার চার সংখ্যা ৭৬৮। তবে কোহলি যেহেতু ৭২১ চার মেরে এখনো খেলে যাচ্ছেন, তাই এই রেকর্ড ভাঙার দারুণ সম্ভাবনা রয়েছে তার সামনে। ধাওয়ান ইতিমধ্যে পেশাদার ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।

ছক্কার দিক থেকে অবশ্য এখনো রাজা ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল (৩৫৭)। কোহলি এখনো সেখানে কিছুটা পেছনে থাকলেও, রোহিত শর্মার (২৮২ ছক্কা) খুব কাছাকাছি পৌঁছে গেছেন (২৭৯)। শিগগিরই তাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসার সম্ভাবনাও রয়েছে।

এ ছাড়া কোহলি আগে থেকেই আইপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক। আর একটি অর্ধশতক করলে টি-টোয়েন্টিতে হাফসেঞ্চুরির ‘সেঞ্চুরি’ও পূর্ণ করবেন তিনি। বর্তমানে তার নামের পাশে রয়েছে ৯৯টি ফিফটি। এই মাইলফলকে পৌঁছাতে তাঁর প্রতিদ্বন্দ্বী কেবল ডেভিড ওয়ার্নার।

৩৬ বছর বয়সেও ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা এই রানমেশিন এবারই স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৩ হাজার রান স্পর্শ করেছেন, যা সম্ভব হয়েছে মাত্র পাঁচ ব্যাটারের ক্ষেত্রে।

You may also like