জ্যোতির সেঞ্চুরিতে ভর করে ৩ উইকেট হারিয়ে ২৭১ রানের বিরাট পুঁজি সংগ্রহ করেছে বাংলাদেশ।
৮০ বলে ১০১ রান! লাহোরের মাটিতে নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরি হাঁকালেন নিগার সুলতানা জ্যোতি। এই দুর্দান্ত ইনিংসটি তিনি খেলেন চলতি বছরের নারী বিশ্বকাপ বাছাইপর্বে থাইল্যান্ডের বিপক্ষে, যেখানে ৭৮ বলে শতক পূর্ণ করেন। তার সেঞ্চুরির মাধ্যমে নারীদের ক্রিকেটে দীর্ঘদিনের সেঞ্চুরি খরা অবশেষে কাটল।
চলতি বছরের নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হয়েছে পাকিস্তানে যেখানে বৃহস্পতিবার (১০ এপ্রিল) থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের নারী ক্রিকেট দল ৩ উইকেটে ২৭১ রান করেছে। এটি ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ স্কোর। এর আগে ২০২৪ সালের নভেম্বরে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে তারা ৪ উইকেটে ২৫২ রান করেছিল।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটিতে ১৫ রানে বিপর্যস্ত হয়। চতুর্থ ওভারে ইশমা তানজিম (৫) ফেরেন, তার পর মাঠে নামেন শারমিন আক্তার সুপ্তা। অন্য ওপেনার ফারজানা হক পিংকির সঙ্গে দ্বিতীয় উইকেটে ১০৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন সুপ্তা। ফারজানা ধীরস্থির খেলেও ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম ফিফটি তুলে নেন।
২৭ ওভারে আউট হওয়ার আগে ৮২ বলে ৫৩ রান করেন ফারজানা হক। এরপর শারমিন আক্তার সুপ্তার সঙ্গ দিতে মাঠে নামেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির সন্ধানে থাকা জ্যোতি ধীরে ধীরে থাইল্যান্ডের বোলারদের বুঝে খেলতে থাকেন। তার ১৫টি চার ও একটি ছক্কায় ৭৮ বলে সেঞ্চুরি পূর্ণ করে বাংলাদেশের মধ্যে দ্রুততম শতকের রেকর্ডও গড়েন। অপরদিকে ১২৬ বলে ৯৪ রানে অপরাজিত থাকেন শারমিন। এর ফলে নির্ধারিত ৫০ ওভারে ২৭১ রান সংগ্রহ করে বাংলাদেশ।
ইউএ / টিডিএস