আসন্ন সিরিজের জন্য ম্যাচ অফিসিয়ালের তালিকা প্রকাশ করেছে বিসিবি।
বুধবার (৯ এপ্রিল) এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড ক্যাটেলবরো ও রিচার্ড ইলিংওর্থ। ম্যাচটির তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন কুমার ধর্মসেনা এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশের তানভীর আহমেদ। দুই টেস্টে ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ডেভিড বুন।
দ্বিতীয় টেস্টটি ২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) অনুষ্ঠিত হবে। এখানে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন কুমার ধর্মসেনা ও রিচার্ড ইলিংওর্থ। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড ক্যাটেলবরো এবং চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকবেন গাজী সোহেল।
এ পর্যন্ত দুই দল ১৮টি টেস্ট ম্যাচ খেলেছে। সর্বশেষ ২০২১ সালে হারারেতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ জিম্বাবুয়েকে ২২০ রানে পরাজিত করেছিল। এখন পর্যন্ত বাংলাদেশ ৮টি এবং জিম্বাবুয়ে ৭টি টেস্টে জয় লাভ করেছে। ২০১৮ সালে জিম্বাবুয়ে বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বশেষ টেস্ট জয়টি অর্জন করে।
ইউএ / টিডিএস