চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ যেতে পারেন তাসকিন

স্পোর্টস ডেস্ক

ইনজুরির সমস্যা কাটিয়ে উঠতে দেশের বাইরে যেতে পারেন তাসকিন।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘পরামর্শের জন্য হয়তো বাইরে পাঠানো হতে পারে। তাসকিনের ট্রিটমেন্ট চলছে তাকে খেলা থেকে দূরে রাখা হয়েছে। আরও ভালো কিছু করা যায় কি না এ ব্যাপারে আমরা আলোচনা করছি। এখন এই আলোচনা করে যদি একটা ভালো কিছু হয় তাহলেতো ভালো। এখন যদি ওরা (বাইরের ডাক্তার) বলে যে তারা দেখতে চায় তাহলে যেতে হবে বাইরে।’

তিনি আরও বলেন, ‘এই ইনজুরি থেকে শতভাগ মুক্তি পাওয়া সম্ভব না। এটা নিয়েই চলতে হবে, এটাকে ম্যানেজ করে খেলতে হবে। ওর ব্যথাটা আসলে যাওয়া আসার মধ্যে থাকবে, ওকে ম্যানেজ করে খেলতে হবে।’

তাসকিনের কাঁধের উদাহরণ টেনে পরে দেবাশীষ বলছিলেন, ‘ওর শোল্ডারে তো সমস্যা আছে, সেটা ম্যানেজ করেই খেলে। যখন এটার জন্য সে ইংল্যান্ডে গিয়েছিল তখন বলেছিল অপারেশন করতে। আমরা তো অপারেশন করাইনি। রিহ্যাব করিয়ে বিভিন্ন পদ্ধতিতে ওকে আমরা খেলিয়েছি। ম্যানেজ করতে হচ্ছে আর কি।’

গোড়ালির ইনজুরি নিয়ে দেবাশীষ আরও বললেন, ‘এখন এই গোড়ালির অপারেশন করলে জিনিসটা আনসারটেন হয়ে থাকে আদৌ খেলতে পারবে কি না সেটা বলা কঠিন। এজন্য অপারেশন জিনিসটা যত দেরিতে করা যায়, আর না করলে তো আরও ভালো।’

ইউএ / টিডিএস

You may also like