দলের অপরাধে স্যামসনের শাস্তি বৃদ্ধি

স্পোর্টস ডেস্ক

স্লো ওভার রেটের কারণে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) আহমেদাবাদে গুজরাট টাইটানসের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেট বজায় রাখার জন্য স্যামসন ও তার দলকে এই জরিমানা করা হয়। আইপিএলের আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, স্লো ওভার রেটের দ্বিতীয় অপরাধের জন্য স্যামসনকে জরিমানা করা হয়েছে।

এটি ছিল রাজস্থানের স্লো ওভার রেটের দ্বিতীয় অপরাধ। এর আগে তারা চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রথমবার এমন অপরাধ করেছিল। ওই ম্যাচে রাজস্থান অধিনায়ক ছিলেন রিয়ান পরাগ, কারণ সঞ্জু স্যামসন আঙুলের চোটের কারণে শুধুমাত্র ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলছিলেন। সেই সময় পরাগকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছিল।

স্যামসন প্রথম ম্যাচে নেতৃত্ব না দিলেও দলের অপরাধের কারণে তাকে দ্বিগুণ জরিমানা দেওয়া হয়েছে। আইপিএল এর আগে প্রথমবার স্লো ওভার রেটের জন্য শুধুমাত্র অধিনায়ককে শাস্তি দিত। তবে এবার দলের সবাইকে শাস্তি দেওয়া হয়েছে। ইমপ্যাক্ট প্লেয়ারসহ রাজস্থান রয়্যালসের ১২ জন ক্রিকেটারকে ৬ লাখ রুপি করে অথবা তাদের ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয় যা পরিমাণে কম ছিল।

আগের মৌসুমে স্লো ওভার রেটের জন্য তিনবার অপরাধ করলে নিষেধাজ্ঞার নিয়ম ছিল এবার আইপিএল সেই বিধি বাতিল করেছে।

রাজস্থান রয়্যালস দ্বিতীয়বার এই অপরাধ করে পাঁচ ম্যাচে তাদের তৃতীয় হারের ম্যাচে। যদিও তারা আগের দুটি ম্যাচে জয় লাভ করেছিল। বর্তমানে পয়েন্ট টেবিলে রাজস্থান রয়্যালস সপ্তম স্থানে অবস্থান করছে।

ইউএ / টিডিএস

You may also like