চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-১ গোলে জয়লাভ করেছে ফরাসি চ্যাম্পিয়নরা।
বুধবার (৯ এপ্রিল) রাতের ম্যাচে প্যারিসের দর্শকরা ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে দুয়ো দিয়েছেন। ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের মহানায়ক মার্তিনেজের প্রতি ফ্রেঞ্চদের ক্ষোভ তা স্পষ্টভাবে জানিয়ে দেয়। তবে মার্তিনেজ দর্শকদের দুয়ো আমলে নেননি এবং শুরুতেই ভিতিনহার নিচু শট আটকে দেন। এরপর জালের দিকে ছুটতে থাকা উসমান দেম্বেলের হাফ ভলিও থামান তিনি।
শুরুতেই দুটি সেভে নিজের দক্ষতা প্রমাণ করেন মার্তিনেজ, তবে প্রথম পরিষ্কার সুযোগ থেকেই এগিয়ে যায় প্রিমিয়ার লিগ ক্লাবটি। মাঝমাঠে মেন্দেসের ভুলে জন ম্যাকগিন বল পান, তিনি ইউরি তিয়েলমান্সকে পাস দেন। বেলজিয়ান খালি জায়গা খুঁজে পেয়ে রজার্সের দিকে বল বাড়ান, এবং ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান।
চার মিনিট পর পিএসজি সমতায় ফিরে। বক্সের প্রান্ত থেকে বাঁকানো শটে বল ঠেলে দেন দুয়ে। বিরতির পরও ভিলাকে চাপ দিয়ে খেলতে থাকে পিএসজি। মাঝমাঠে দারুণ সমন্বয়ে কাছের পোস্ট থেকে লক্ষ্যভেদ করে খভিচা কভারাৎস্খেলিয়া স্কোর ২-১ করেন।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান বাড়ান মেন্দেস। এজরি কোন্সাকে কাটিয়ে মার্তিনেজকে পরাস্ত করে তিনি গোল করেন আর মার্তিনেজ মাথা নিচু করে মাঠ ছাড়েন। ভিলার টানা সাত ম্যাচের জয়যাত্রা শেষ হয়। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার জন্য ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাবকে আগামী মঙ্গলবার ফিরতি লেগে বিশেষ কিছু করতে হবে।
ইউএ / টিডিএস