ডিপিএলে ফিক্সিংয়ের তদন্ত করছে অ্যাকু

স্পোর্টস ডেস্ক

সিসিডিএমের ফিক্সিংয়ের অভিযোগ দেওয়া বিষয়ে বিসিবির অ্যান্টি করাপশন কমিটি (অ্যাকু) কাজ করছে বলে জানিয়েছে তারা।

বুধবার (৯ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। শাইনপুকুর ব্যাটার মিনহাজ আবেদীনের আউট হওয়ার ধরণ দেখে প্রাথমিকভাবে সিসিডিএম বিসিবিতে ফিক্সিংয়ের অভিযোগ করেছে।

ম্যাচের শেষ মুহূর্তে একটি বিতর্কিত ঘটনা ঘটে। শাইনপুকুর ব্যাটার মিনহাজুল আবেদীন উইকেটে পৌঁছানোর জন্য যথেষ্ট সময় থাকা সত্ত্বেও আউট হয়ে যান। অফস্পিনার নাঈম ইসলামের বিরুদ্ধে ব্যাটিং করার সময় মিনহাজুল এগিয়ে গিয়েছিলেন তবে উইকেটকিপার আলিফ হাসান প্রথম চেষ্টায় স্টাম্প ভাঙতে ব্যর্থ হলেও মিনহাজুল কোনো বিশেষ চেষ্টা করেননি। বরং তিনি তার ব্যাটটি পিছনে টেনে নেন যার ফলে তিনি ক্রিজের বাইরে থাকেন এবং আউট হয়ে যান। এই ঘটনা পরবর্তী সময়ে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগের জন্ম দেয় দেশের ক্রিকেটাঙ্গনে।

এই আউটটি ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। শাইনপুকুর টুর্নামেন্টে টিকে থাকার জন্য লড়াই করছিল তাদের ছিল ৯ ম্যাচে ২ পয়েন্ট। এই ম্যাচে গুলশানকে হারাতে তাদের প্রয়োজন ছিল মাত্র ৭ ওভারে ৬ রান। এটি ছিল তাদের জন্য একটি ভালো সুযোগ কিন্তু মিনহাজুলের আউটের ফলে তাদের ইনিংস ১৭৩ রানে শেষ হয় এবং তারা ৫ রানে ম্যাচটি হারায়।

এ ঘটনার পর ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) জানিয়েছে,‘এই ঘটনার ব্যাপারে বিসিবির দুর্নীতিবিরোধী শাখাকে অবহিত করা হয়েছে, এবং এখন তারা আম্পায়ারদের রিপোর্টের জন্য অপেক্ষা করছে। এদিকে সিসিডিএমের লিগ কো-অর্ডিনেটর সাব্বির আহমেদ জানান,‘আমরা ফুটেজ দেখেছি। সিসিডিএম বিষয়টি নিয়ে বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের (অ্যাকু) সঙ্গে যোগাযোগ করেছে, তারা কোনো পদক্ষেপ নিচ্ছে কি না, সেটা জানতে। আমাদের জানানো হয়েছে যে, অ্যাকু এটা নিয়ে কাজ করছে।’

ইউএ / টিডিএস

You may also like