২-০ তে পিছিয়ে পড়েও মেসির জাদুতে মিয়ামির জয়।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) মিয়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে খেলার ৯ মিনিটেই অ্যারন লংয়ের গোলে ১-০ ব্যবধানে লস অ্যাঞ্জেলস এগিয়ে যায়। ফলে দুই লেগ মিলিয়ে তাদের মোট লিড দাঁড়ায় ২-০ তে। এতে মিয়ামির সামনে সমতায় ফিরতে হলে অন্তত তিনটি গোল করার চ্যালেঞ্জ দাঁড়ায় যা তখন প্রায় অসম্ভবই মনে হচ্ছিল।
কিন্তু মেসি থাকলে অসম্ভবও সম্ভব হয়। ৩৫ মিনিটে মেসি গোলের শুভসূচনা করেন। ১৮ গজ বক্সের সামনে থেকে বাম পায়ে এক দুর্দান্ত শটে গোল করে ম্যাচটি ১-১ সমতায় নিয়ে আসেন এবং মিয়ামিকে নতুন করে আশা দেন। এটি ছিল মিয়ামির হয়ে মেসির ৪৮ ম্যাচে ৪১তম গোল।
৬১ মিনিটে নোয়া অ্যালেন মিয়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন এক অপ্রত্যাশিত গোলে। বক্সে একটি বল চিপ করে ফেডেরিকো রেডোনদোর দিকে বাড়ান তিনি। লস অ্যাঞ্জেলসের গোলরক্ষক লরিস ভেবেছিলেন, রেডোনদো বলটি নেবেন, তাই তিনি গোললাইন ছেড়ে এগিয়ে আসেন। কিন্তু বলটি ঘাসে লেগে উল্টো দুজনকে ছড়িয়ে পোস্টে ঢুকে যায়।
মিয়ামি জয়ের লক্ষ্যে আক্রমণ চালিয়ে যেতে থাকে। ৮৪ মিনিটে তাদের পেনাল্টি পেয়ে যায়। হ্যান্ডবলের আবেদন গ্রহণ করা হলে, ভিএআর চেকের পর রেফারি পেনাল্টি দেন। মেসি তা নির্ভুলভাবে গোলে পরিণত করেন। ফলে মিয়ামি ৩-১ ব্যবধানে এগিয়ে যায় এবং সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে।
ইউএ / টিডিএস