ডিপিএলে বিতর্কিত আউট, ভাইরাল ভিডিও

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর এবার ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়েও উঠেছে সন্দেহের গুঞ্জন। গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার এক ম্যাচে ব্যাটারের বিতর্কিত আউট এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

ঘটনাটি ঘটে আজ (বুধবার) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডিপিএলের দশম রাউন্ডের ম্যাচে। প্রথমে ব্যাট করে গুলশান ৪১ ওভারে অলআউট হয় ১৭৮ রানে। জবাবে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল শাইনপুকুর। শেষ উইকেটে তাদের প্রয়োজন ছিল মাত্র ৭ রান। ঠিক এমন সময়ই বিতর্কিতভাবে আউট হয়ে যান দলের টেলএন্ডার মিনহাজুল আবেদিন সাব্বির।

৪৪তম ওভারের প্রথম বলে ঘটে ঘটনাটি। গুলশানের স্পিনার নাঈম ইসলাম অফ স্টাম্পের অনেক বাইরে বল ফেললে আম্পায়ার ওয়াইডের ইঙ্গিত দেন। স্ট্রাইকে থাকা সাব্বির বলটি খেলতে ক্রিজ থেকে বেরিয়ে এলেও বল মিস করেন। এরপর ব্যাট ক্রিজে পৌঁছে দিয়েও অদ্ভুতভাবে সেটি আবার বের করে আনেন। উইকেটকিপার প্রথমবার স্টাম্প ভাঙতে ব্যর্থ হলেও দ্বিতীয়বার সুযোগ নেন সফলভাবে—যখন সাব্বিরের ব্যাট ক্রিজের বাইরে।

ফলাফল—সাব্বির ৩৪ বল খেলে ৮ রান করে রানআউট হয়ে ফিরে যান এবং শাইনপুকুর ম্যাচটি হেরে যায় মাত্র ৫ রানে। তবে মূল আলোচনা তৈরি হয়েছে তার আউটের ধরণ ঘিরে। ওই মুহূর্তের ভিডিও দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই এর পেছনে ম্যাচ পাতানোর গন্ধ পাচ্ছেন।

এ বিষয়ে সাবেক ক্রিকেটার ও বর্তমানে কোচ রাজিন সালেহ ফেসবুকে লিখেছেন, “শেম ডিপিএল”, আর শামসুর রহমান শুভ ওই আউটের ছবি দিয়ে মন্তব্য করেছেন, “সিরিয়াসলি শেম!”

তবে এখনো পর্যন্ত এ নিয়ে বিসিবি কিংবা আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবুও সাব্বিরের আচরণ এবং আউটের ধরন নিয়ে ক্রিকেট মহলে চলছে জোর আলোচনা ও সমালোচনা।

You may also like