ফিগো-রোনালদোদের খুঁজে পাওয়া অরেলিও আর নেই

স্পোর্টস ডেস্ক

পর্তুগাল ফুটবলের দুই সেরা তারকা, লুইস ফিগো এবং ক্রিস্টিয়ানো রোনালদো, যাদেরকে স্কাউটের মাধ্যমে আবিষ্কার করেছিলেন অরেলিও পেরেরা, তিনি মঙ্গলবার (৮ এপ্রিল) ৭৭ বছর বয়সে প্রয়াত হয়েছেন।

১৯৮৮ সালে স্পোর্টিং ক্লাবের রিক্রুটমেন্ট ও ট্রেনিং বিভাগের দায়িত্ব নেন অরেলিও পেরেরা, যেখানে পর্তুগালের শীর্ষ ফুটবলারদের উন্নতির জন্য তার অবদান ছিল অপরিসীম। ২০১৬ সালে ইউরো জয়ী পর্তুগাল দলের ১০ জন খেলোয়াড় তার হাত ধরে উঠে এসেছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোসহ আরও অনেকে।

রোনালদো সামাজিক মাধ্যমে অরেলিওর সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, “যা কিছু তিনি আমার জন্য এবং আরও অনেক খেলোয়াড়ের জন্য করেছেন, তার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। আপনি আমাদের জন্য যা করেছেন, তা আমরা সবসময় স্মরণ রাখব। শান্তিতে থাকুন।”

অরেলিও পেরেরার মৃত্যুতে শোক প্রকাশ করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশনও। তারা বলেছে, “অরেলিও পেরেরার মৃত্যু পর্তুগিজ ফুটবলের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি আমাদের ইতিহাসের সেরা ফুটবলারদের খুঁজে বের করেছেন এবং বিশাল এক লিগ্যাসি রেখে গেছেন। তিনি ছিলেন একজন দয়ালু ব্যক্তি, যিনি সবসময় আমাদের প্রতিভাদের পাশে দাঁড়িয়েছেন।”

অরেলিও পেরেরা ৩০ বছরেরও বেশি সময় স্কাউটিংয়ের কাজ করেছেন। তার সম্মানে ২০১২ সালে স্পোর্টিং ক্লাব তাদের একাডেমির প্রধান মাঠের নাম তার নামে রেখেছিল। তিনি এই ক্লাবেই ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন।

You may also like