মার্তিনেজকে সামনে পেয়ে ফরাসি তারকার প্রতিশোধের আশা

স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ প্রতিপক্ষের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে বেশ পছন্দ করেন। এটি তার পুরনো কৌশল। কখনো তার কথাবার্তা, কখনো তার অঙ্গভঙ্গি, আবার কখনো তার চলাফেরা—সবকিছুই ব্যবহৃত হয় প্রতিপক্ষকে মানসিক চাপ দেওয়ার জন্য। এই মানসিক চাপ দিয়েই ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন মার্তিনেজ।

বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি শ্যুটআউটে ফ্রান্সের অরেলিন চুয়ামেনির ওপরও চাপ সৃষ্টি করেছিলেন তিনি। এবার, প্রায় আড়াই বছর পর, চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ম্যাচ খেলতে ফ্রান্সে গিয়েছেন মার্তিনেজ। আর সেখানে তার পুরানো কৌশল আবার শুরু করেছেন।

এমি মার্তিনেজ যখন অ্যাস্টন ভিলার হয়ে পিএসজির বিপক্ষে খেলতে ফ্রান্সে পৌঁছান, তখন তিনি বিশ্বকাপ ও কোপা আমেরিকার শিরোপা উন্মোচিত ক্যাপ পরে এসেছেন। ফুটবল বিশ্বে গুঞ্জন উঠেছে—এমি সম্ভবত পিএসজির ফরাসি খেলোয়াড়দের ওপর মানসিক চাপ সৃষ্টি করতে এই কৌশল নিয়েছেন। আর তার এই কাণ্ডের বেশ সাড়া মিলেছে।

পিএসজির ফরাসি তারকা দিজিরে দুয়ে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জানান, তিনি মার্তিনেজের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চান। এমি মার্তিনেজের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দুয়ে বলেন, “এমি যাইহোক, একজন গোলরক্ষক, তবে সে আর্জেন্টিনার জাতীয় দলের গোলরক্ষক। তাই আমাদের ফরাসি খেলোয়াড়দের মধ্যে প্রতিশোধের মনোভাব থাকতে পারে।”

দুইয়ে আরও বলেন, “এমি মার্তিনেজের বিপক্ষে আমি এখনও খেলিনি, তবে অবশ্যই লক্ষ্য থাকবে যত বেশি সম্ভব গোল করা।”

মানসিক চাপের লড়াইয়ে সাধারণত এগিয়ে থাকেন মার্তিনেজ, তবে পিএসজির বিপক্ষে ম্যাচটি একটু কঠিন হতে পারে, কারণ শক্তির বিচারে অ্যাস্টন ভিলা পিএসজির তুলনায় কিছুটা পিছিয়ে। বর্তমানে পিএসজি নিজেদের সেরা ছন্দে রয়েছে এবং চ্যাম্পিয়ন্স লিগের শেষ রাউন্ডেও তারা লিভারপুলের বিপক্ষে জয় পেয়েছে।

এমতাবস্থায়, বুধবার রাতের ম্যাচে স্বাভাবিকভাবেই পিএসজির দিজিরে দুয়ের দল কিছুটা এগিয়ে থাকতে পারে।

You may also like