এবার ডিপিএলে ম্যাচ বর্জনের সম্ভাবনা

স্পোর্টস ডেস্ক

২০২৫ বিপিএলে রাজশাহী ও চিটাগং কিংসের পারিশ্রমিক বিতর্কের রেশ এবার পৌঁছে গেছে ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল)। এবার পারিশ্রমিক বকেয়ার অভিযোগে দলীয় অনুশীলন বয়কট করেছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা।

আজ সকালে মিরপুরে পারটেক্সের নির্ধারিত অনুশীলন থাকলেও, শুরুতে কয়েকজন ক্রিকেটার জিম সেশনে অংশ নিয়ে পরে একত্র হয়ে অনুশীলনে না নামার সিদ্ধান্ত নেন। তাদের দাবি—বকেয়া পারিশ্রমিক পরিশোধ না হওয়া পর্যন্ত অনুশীলনে ফেরার প্রশ্নই ওঠে না। তারা হুঁশিয়ারি দিয়েছেন, পরিস্থিতির উন্নতি না হলে আগামীকাল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নামবেন না। এমনকি বিষয়টি লিখিতভাবে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম)-এর কাছে জানানো নিয়েও ভাবছেন ক্রিকেটাররা।

পারটেক্স স্পোর্টিং ক্লাবের মালিক মোহাম্মদ সাজ্জাদ হোসেন অবশ্য দাবি করেছেন, তিনি প্রতিশ্রুত পারিশ্রমিক পরিশোধ করছেন। তাঁর ভাষায়, “আমি অধিকাংশ ক্রিকেটারকে লিগ শুরুর আগে ৫০ শতাংশ এবং ঈদের আগে আরও ১০ শতাংশ—মোট ৬০ শতাংশ পরিশোধ করেছি। বাকি অর্থ নিয়েও আলোচনা করতে রাজি আছি। ম্যাচের পর বসে কথা বলব। লিগ এখনো শেষ হয়নি, কাউকে বকেয়া রাখা হবে না।”

এদিকে ক্রিকেটারদের স্বার্থরক্ষায় কাজ করা সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব)-এর অ্যাডহক কমিটির প্রধান সেলিম সাহেদ জানান, এখনো তাঁর কাছে আনুষ্ঠানিকভাবে কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন। তিনি বলেন, “সমস্যা হলো, অনেক সময় ক্রিকেটাররা মৌখিক চুক্তিতে খেলে। লিখিত দলিল না থাকলে আমাদের পক্ষে কার্যকর পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে যায়।”

পারটেক্স এ মৌসুমে ক্রিকেটারদের সঙ্গে পুরোপুরি মৌখিক চুক্তির ভিত্তিতে দল গঠন করেছে। এখন পর্যন্ত সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত পারিশ্রমিক পরিশোধ করা হয়েছে বলে জানা গেছে। তবে মাঠের পারফরম্যান্সেও দলটি পিছিয়ে—নয় ম্যাচে মাত্র দুটি জয়, সুপার লিগে ওঠার সম্ভাবনাও খুবই ক্ষীণ।

You may also like